You dont have javascript enabled! Please enable it!

সততা ও নিষ্ঠার সহিত দেশসেবআয় আত্মনিয়ােগ করুন- মােশতাক

বাণিজ্যমন্ত্রী খন্দোকার মােশতাক আহমদ সততা ও নিষ্ঠার সহিত দেশ সেবায় আত্মনিয়ােগের জন্য গভর্নরদের প্রতি আহবান জানিয়েছেন। মন্ত্রী গত কাল ঢাকস্থ চাঁদপুর জিলা সমিতির উদ্যোগে ইসলামিক একাডেমীতে নব নিযুক্ত গভর্নর ও সংসদ সদস্য জনাব আবদুল আউয়ালের সম্মানে আয়ােজিত সম্বর্ধনায় ভাষণ দিচ্ছিলেন। সমিতির সভাপতি জনাব সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, সমস্যাকে অস্বীকার করে নয়, সমস্যাকে স্বীকার করেই উহার মােকাবিলা করতে হবে এবং আগামী দিনের বংশধরদের চলার পথ সুগম করে তুলতে হবে। খােন্দকার মােশতাক আহমদ বলেন, বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবে জাতির ঐক্যবদ্ধ প্রয়াস ও অতীতের সমস্যার সুষ্ঠ সমাধানের ইঙ্গিত প্রদান করা হয়েছে। তিনি দেশের বিপুলগণ শক্তিকে পুনর্গঠনের কাজে নিয়ােগ করার আহ্বান জানান। জনাব আবদুল আউয়াল বলেন স্বার্থের উর্ধে থাকিয়া জনগণকে দেশ সেবার কাজে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সচিব ও বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য ড: আবদুস সাত্তার বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব এস, এম আল হােসাইনী সংসদ সদস্য সিরাজুর ইসলাম এডভােকেট মাহবুবুল আলম, জনাব মেসবাহ উদ্দীন, কাগজ ও বাের্ড কর্পোরেশনের মার্কেটিং ডাইরেক্টর জনাব এম, এ ওয়াদুদ প্রমুখ।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!