You dont have javascript enabled! Please enable it! 1975.08.04 | সকল হাট বাজারে বিদ্যুৎ পৌছান হবে- সেরনিয়াবত | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সকল হাট বাজারে বিদ্যুৎ পৌছান হবে- সেরনিয়াবত

আশুগঞ্জ ময়মনসিংহ গ্রিড লাই উদ্বোধনের অনুষ্ঠানে বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবত অনুষ্ঠানে সভাপতির ভাষণে আজ বলেন, পর্যায়ক্রমিক কর্মসূচী অনুযায়ী দেশের ৬ হাজার ৫ শত গ্রামীন হাট বাজারের সকল হাট বাজারেই বিদ্যুৎ পৌছানাে হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত