You dont have javascript enabled! Please enable it!

সােমবার জেলা সম্পাদক প্রশিক্ষন কোর্স শুরু

জাতীয় দলের সেক্রেটারী জেনারেল ও প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী আগামী সােমবার সকাল ১০টায় বঙ্গভবনে নব ঘােষিত দেশের ৬১টি জেলার বাকশাল জেলা সম্পাদকদের ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করবেন। উদ্বোধন অধিবেশনের পর ১১০ নং সার্কিট হাউস রােডে বাকশালের প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সম্পাদকদের প্রশিক্ষণ শুরু হবে। প্রতিদিন তিনটি অধিবেশনে প্রশিক্ষণ চলাকালে ৬১ জন জেলা সম্পাদকদের জাতীয় দলের নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদের সদস্য এবং উচ্চ পদস্থ সরকারী কর্মচারী নির্ধারিত বিষয়বস্তুর উপর আলােকপাত করে বক্তব্য রাখবেন। প্রশিক্ষণ শেষে ১৬ই আগস্ট অপরাহ্ন ৫টায় জেলা সম্পাদকগণ গণ ভবনে জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহিত সাক্ষাৎ করেন। গতকাল জাতীয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অন্যতম সম্পাদক জনাব আবদুর রাজ্জাক প্রশিক্ষণ কর্মসূচীর তথ্য প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণে কেবল মাত্র বাকশাল জেলা সম্পাদকদের প্রশিক্ষণ দেয়া হবে । জেলার কোন সহসম্পাদককে এই প্রশিক্ষনে অংশগ্রহণ করতে বলা হয় নাই।
প্রশিক্ষণ কর্মসূচী: ১১ই আগস্ট সকাল দশটায় জাতীয় দলের সেক্রেটারী জেনারেল এবং প্রধান মন্ত্রী জনাব এম মনসুর আলী বঙ্গভবনে জেলা সম্পাদককে ছয় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করবেন। অপরাহ্নে চারটা হতে ১১০ নং সার্কিট হাউস রােডে প্রশিক্ষণ শুরু হবে। নতুন পদ্ধতির ঐতিহাসিক পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য এই পর্যায়ে মূল বক্তব্য রাখবেন বাকশাল সম্পাদক জনাব জিল্লুর রহমান। আলােচনায় অংশ নিবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন তালুকদার, বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য খােন্দকার মােঃ ইলিয়াস ও জনাব মাে: ফরহাদ। সন্ধ্যা সাতটায় যৌথ আলােচনা অনুষ্ঠান পরিচালনা করবেন বাকশাল সম্পাদক আবদুল রাজ্জাক। ১২ই আগস্ট সকাল ১০টায় সমাজতন্ত্র বিনির্মাণে স্বনির্ভর অর্থনীতি ও রাষ্ট্রীয় পরিকল্পনার গুরুত্ব এই পর্যায়ে মূল বক্তব্য রাখবেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। আলােচনায় অংশ নেবেন কৃষি মন্ত্রী জনাব আবদুস সামাদ। বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মােজাফফর আহমদ। বাণিজ্যিক দফতরের সচিব জনাব নুরুল ইসলাম। অপরাহ্নে ৪টায় দ্বিতীয় অধিবেশনে বহুমুখী গ্রামীণ সমবায়ে গুরুত্ব ও বাস্তবায়নের কর্মসূচী এই পর্যায়ে মূল বক্তব্য রাখবেন পানি উন্নয়ণ, বিদ্যুৎ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবত। আলােচনায় অংশ নেবেন খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমিন, বাকশাল কমিটির সদস্য পীর হাবিবুর রহমান ও জনাব এ পি এম সৈয়দ হােসেন। সন্ধ্যা ৭টায় তৃতীয় অধিবেশনে যৌথ আলােচনা অনুষ্ঠান পরিচালনা করবেন বাকশাল সম্পাদক জনাব জিল্লুর রহমান। ১৩ই আগস্ট সকাল ১০টায় জাতীয় দলের সংগঠন ও কর্মীদের দায়িত্ব এই পর্যায়ে মূল বক্তব্য রাখবেন তথ্য ও বেতার মন্ত্রী জনাব এম কোরবান আলী। আলােচনায় অংশ নেবেন বাকশাল সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মহিউদ্দিন আহমদ, জাতীয় মহিলা লীগের সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী এবং বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী। অপরাহ্ন ৪টায় অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এই পর্যায়ে মূল বক্তব্য রাখবেন পররাষ্ট্র মন্ত্রী ড: কামাল হােসেন। আলােচনায় অংশ নেবেন অর্থমন্ত্রী কমিটির সদস্য শেখ আবদুল আজিজ ও জাতীয় যুবুলীগের সম্পাদক জনাব তােফায়েল আহমদ। সন্ধ্যা ৭টায় যৌথ আলােচনা অনুষ্ঠান পরিচালনা করবেন বাকশাল সম্পাদক শেখ ফজলুল হক মনি। ১৪ই আগস্ট সকাল ১০টায় দ্বিতীয় বিপ্লবের অধীনে জনসংখ্যা পরিকল্পনা ও শ্রম বিনিয়ােগের কর্মসূচী এই পর্যায়ে মূল বক্তব্য রাখবেন শিল্প মন্ত্রী জনাব এ এইচ এম কামারুজ্জামান আলােচনায় অংশ নেবেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং শ্রম সমাজ কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ইউসুফ আলী। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব আবদুল মান্নান ও বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: নুরুল ইসলাম। অপরাহ্ন ৪টায় দ্বিতীয় অধিবেশনে নব বৈপ্লবিক দায়িত্ব পালনে জাতীয় দল ও প্রশাসনের ভূমিকা এই পর্যায়ে মূল বক্তব্য রাখবেন আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী মনােরঞ্জ ধর। আলােচনায় অংশ নিবেন বাকশাল সম্পাদক শেখ ফজলুল হক মনিও কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব হােসেন তৌফিক রহমান। ১৫ই আগস্ট সকাল ১০টায় আইন শৃংখলার উপর যৌথ আলােচনা অনুষ্ঠান। অপরাহ্ন ৪টায় দলীয় কার্যক্রম ও শৃংখলা বিষয়য়ক পর্যালােচনা এবং সন্ধ্যা ৭টায় তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী জেলা সম্পাদকের উদ্দেশ্যে নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!