You dont have javascript enabled! Please enable it! 1975.07.30 | সংবিধান জনগণের আশা-আকাক্ষার মূর্ত প্রতীক ধর | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সংবিধান জনগণের আশা-আকাক্ষার মূর্ত প্রতীক ধর

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর বলেছেন, সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক এবং এটা হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। বাসস ও এনার খবরে প্রকাশ আইনমন্ত্রী মঙ্গলবার সকালে বঙ্গভবনে নবনিযুক্ত ৬১জন জেলা গবর্নরের উদ্দেশ্যে সংবিধানের ওপর ভাষণ দিচ্ছিলেন।
সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যে ব্যাখ্যা করতে গিয়ে তিনি সংবিধানের উৎস, চার রাষ্ট্রীয় নীতিমালা জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এবং মৌলিক নীতিসমূহ নিয়ে আলােচনা করেন।
শ্রী ধর বলেন, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্বার্থসিদ্ধির উদ্দেশ্য সংবিধানের মৌলিক নীতিমালা বাস্তবায়নের জন্য সাংবিধানিক ক্ষমতাবলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছেন। তিনি বলেন, পার্টি ও রাষ্ট্র আজ অভিন্ন হয়ে দাঁড়িয়েছে। জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধারে দলের চেয়ারম্যান এবং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি যার ওপর সংবিধান ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব ন্যস্ত হয়েছে।

সূত্র: দৈনিক বাংলা, ৩০ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত