You dont have javascript enabled! Please enable it! 1975.07.30 | বাংলাদেশ মহিলা পরিষদ সভায় সাজেদা চৌধুরী | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ মহিলা পরিষদ সভায় সাজেদা চৌধুরী

বাংলাদেশ মহিলা পরিষদ আয়ােজিত সভায় তিনি নানা প্রকার পরামর্শ দেন। তিনি সরকারের কাজে দাবী রাখেন মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে দামী প্রসাধন আমদানী বন্ধ করতে হবে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ প্রদত্ত সম্বর্ধনার জবাবে জাতীয় মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী আরাে বলেন দুর্নীতি বিরােধী আন্দোলনে দেশের মাবােনেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে মহিলা পরিষদের সভানেত্রী বেগম সুফিয়া কামালের সভানেত্রীত্বে এই সম্বর্ধনার আয়ােজন করা হয়। এতে জাতীয় মহিলা লীগের সাধারণ সম্পাদিকাসহ কমিটির সদস্যদের সম্বর্ধনা জানিয়ে বক্তৃতা দেন পরিষদের সাধারণ সম্পাদিকা মিসেস মালেকা বেগম।
বেগম সাজেদা চৌধুরী বলেন, প্রগতির পথে সমগ্র নারী সমাজকে সচেতন ও তৈরি করার দায়িত্ব আমাদের জাতীয় মহিলা লীগের, নারীর মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার কাজে আমরা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি গ্রহণ করেছি। মানবতা বিরােধী পুরাতন আইনের সংশােধন ও পরিবর্তন এবং নারীর অধিকার রক্ষাকল্পে নতুন আইন প্রণয়ন আমাদের বাঞ্ছনীয়।
মালেকা বেগম: এর আগে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা মিসেস মালেকা বেগম বলেন, বাংলাদেশের নারী সমাজের প্রগতি ও অগ্রগতির জন্য সকল সমস্যার সমাধানকল্পে জাতীয় মহিলা লীগ পরিকল্পনা গ্রহণ করবে।
সুফিয়া কামাল: সভানেত্রীর ভাষণে বেগম সুফিয়া কামাল বলেন, জাতির আগামী দিনের নাগরিকদের স্বাস্থ্য শিক্ষা ও চরিত্র গঠনের দায়িত্ব নারী সমাজকেই নিতে হবে।

সূত্র: দৈনিক বাংলা, ৩০ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত