কলেজ শিক্ষকদের প্রতি মনসুর
দ্বিতীয় বিপ্লব সফল করতে নিষ্ঠাবান কর্মী গড়ে তুলুন
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সেক্রেটারী জেনারেল জনাম এম মনসুর আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে যে দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন তা সাফল্যজনকভাবে বাস্তবায়িত করার উদ্দেশ্যে নিবেদিতপ্রাণ সৎ, নিষ্ঠাবান ও কঠোর পরিশ্রমী কর্মী গড়ে তােলার জন্য কলেজ শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন দ্বিতীয় বিপ্লবের সূচনা হয়েছে শােষণহীন এক নয়া সমাজব্যবস্থা গড়ে তােলার জন্যে। সঙ্গে বাংলাদেশের কলেজ শিক্ষকদের বাকশালে যােগদানের আবেদন নিয়ে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে জনাব মনসুর আলী এই আহ্বান জানান বলে বাসসর খবরে উল্লেখ করা হয়।
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সেক্রেটারী জনাব শেখ ফজলুল হক মণি, বাকশালের অপর সেক্রেটারী জনাব আবদুর রাজ্জাক, বাকশালের একজিকিউটিভ কমিটির সদস্য জনাব মহিউদ্দিন আহমদ, সংসদের ডেপুটি স্পীকার জনাব মুহাম্মদ বায়তুল্লাহ, বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সৈয়দ আহমদ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ১৪ হাজার কলেজ শিক্ষক এর আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে নয়া সমাজব্যবস্থা গড়ে তােলার জন্যে বাকশালে যােগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। শিক্ষকগণ বাকশাল সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব মনসুর আলীকে এই আশ্বাস দেন যে তারা পূর্ণ নিষ্ঠা ও আত্মনিয়ােগের মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন।
সূত্র: দৈনিক বাংলা, ৩১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত