You dont have javascript enabled! Please enable it! 1975.07.31 | তহবিল তছরুপের দায়ে ৩ জন চটকল কর্মকর্তা গ্রেফতার | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

তহবিল তছরুপের দায়ে ৩ জন চটকল কর্মকর্তা গ্রেফতার

দুর্নীতি ও তহবিল তছরূপের জন্য জুট মিলের তিনজন কর্মকর্তাকে গ্রেফতার ও একজনের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করা হয়েছে। বুধবার বাংলাদেশ চটকল সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসর খবরে এ কথা জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাট প্রতিমন্ত্রী জনাব মােসলেম উদ্দিন খান গত সােম ও মঙ্গলবার কাঞ্চন এলাকার চটকলগুলি পরিদর্শনের সময়ে যে নির্দেশ দিয়েছিলেন তদানুসারে মিল কর্তৃপক্ষের সুপারিশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৪৯ হাজার ২৪৫ টাকা তছরূপের অভিযােগে গাউসিয়া জুট মিলের জুট পারচেজ অফিসার ও একজন কেরানীকে গ্রেফতার করা হয়েছে। তহবিলের এক লাখ ২৯ হাজার টাকা তছরূপের অভিযােগে সাত্তার জুট মিলের এজেন্সি জুট পারচেজার এর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করা হয়েছে। তিনি এখন পলাতক। নিম্নমানের পাট কেনার অভিযােগে এলাইড জুট মিলের সহকারী জুট পারচেজারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভেজা পাট কেনা ও তহবিল তছরূপের অভিযােগে নবাব আসকারী জুট মিলের সহকারী রুট পারচেজ অফিসারকেও গ্রেফতার করা হয়েছে।

সূত্র: দৈনিক বাংলা, ৩১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত