নির্ধারিত দামের চেয়ে কম দামে পাট বিক্রি হচ্ছে
এখানকার পাইকারী বাজারে নতুন পাট আসতে শুরু করেছে এবং প্রতি মনের দর ৯০ টাকার কাছাকাছি। পাট মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, মফস্বলের বাজারে পাট কম দরে বিক্রি হচ্ছে। উন্নতমানের পাট উৎপাদন এলাকা ময়মনসিংহ জেলার নলিতাবাড়ি ও সরিষাবাড়িতে প্রতি মণ পাট ৮০ থেকে ৮৫ টাকায় এবং দেশের উত্তরাঞ্চলে প্রতিমণ ৮০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, সরকার এ বছর প্রতিমণ পাটের সর্বনিম্ন দর ৯০ টাকা বেঁধে দিয়েছেন।
সূত্র: দৈনিক বাংলা, ২৯ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত