You dont have javascript enabled! Please enable it! 1975.07.26 | রােটারিয়াবাদের প্রতি শিল্পমন্ত্রী: সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করুন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

রােটারিয়াবাদের প্রতি শিল্পমন্ত্রী
সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করুন

সাধারণ মানুষকে সাথে নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্যে শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান রােটারিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে ঢাকা উত্তর রােটারি ক্লাবের নবনির্বাচিত প্রধান অতিথির ভাষণে জনাব কামরুজ্জামান বলেন, সাহায্য বা দাক্ষিণ্য দিয়ে নয়, সমাজ কল্যাণিমূলক বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করে রােটারিয়ানরা দেশ গঠনে তাদের মূল্যবান অবদান রাখতে পারেন। তিনি বলেন, সাহায্য বা দাক্ষিণ্যের ওপর যে জাতি নির্ভরশীল তাদের আত্মমর্যাদাবোেধ বলতে কিছুই থাকে না। তারা কখনও আত্মনির্ভরশীল হতে পারে না।
জনাব কামরুজ্জামান রােটারী ক্লাবের সদস্যদের প্রতি নিরক্ষরতা দূর করার কাজে সুনির্দিষ্ট কর্মসূচী গ্রহণের আহ্বান জানান। রােটারিয়ানদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা অভিজাত শ্রেণী হিসেবে পরিচিত। এ ধরনের দায়িত্ব পালন করতে আপনারই পারেন। এর জন্যে প্রয়ােজন মানসিকতার। প্রয়ােজন দেশের সাধারণ মানুষকে সাথে নেবার।
জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করে জনাব কামরুজ্জামান বলেন রােটারী ক্লাবগুলি এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দেশে দেশে রােটারী ক্লাবগুলির তৎপরতার কথা উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এই আন্তর্জাতিক সংস্থার আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব মানুষে মানুষে দেশে দেশে মৈত্রীর মনােভাব সৃষ্টি করা।
পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও সহযােগী মনােভাবাপন্ন হলেই সম্ভব হবে স্থায়ী শান্তির। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা সম্পদ অর্জনের অশুভ প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছি। কত কম সময়ে কত সম্পদ করতে পারি এখন তারাই প্রতিযােগিতা চলছে। এ মানসিকতার পরিবর্তন ঘটিয়ে মানুষে মানুষে মৈত্রী সৃষ্টি করে বিশ্বকে সংঘাত থেকে মুক্ত করার দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ঢাকার একটি হােটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ঢাকা উত্তর রােটারী ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

সূত্র: দৈনিক বাংলা, ২৬ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত