You dont have javascript enabled! Please enable it!

কুয়েত প্রায় দু কোটি ডলার সাহায্য দেবে

বাংলাদেশের সেচ পাম্পগুলি বৈদ্যুতিকীকরণের জন্যে কুয়েত ৫৫ লক্ষ ৭৫ হাজার কুয়েতী দিনার (১ কোটি ৯০ হাজার ডলার) প্রদান করবে। বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী কুয়েত এই অর্থ প্রদান করবে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের এক বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে।
কুয়েতী ঋণের এই অর্থ দিয়ে বাংলাদেশের ১৮টি এলাকার ৩৯৬টি গভীর নলকূপ ও ২ হাজার ১৪৪টি অগভীর নলকূপকে বৈদ্যুতিকীকরণ করা হবে। ১৮টি এলাকায় মােট ১ লক্ষ ৬০ হাজার একর জমিতে সেচ কাজের ব্যবস্থা করা হবে।

সূত্র: দৈনিক বাংলা, ২৩ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!