You dont have javascript enabled! Please enable it! 1975.07.24 | সৈয়দ আলতাফ রেল প্রতিমন্ত্রী নিযুক্ত | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সৈয়দ আলতাফ রেল প্রতিমন্ত্রী নিযুক্ত

বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আলতাফ হােসেন বুধবার সকালে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সৈয়দ আলতাফ হােসেনকে রেলওয়ে ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এক সরকারী ঘােষণায় বলা হয় যে রেলওয়ে ডিভিশন এখন থেকে। সরাসরি রাষ্ট্রপতির অধীনে থাকবে।
বাসসর এই খবরে প্রকাশ, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনে এক অনাড়ম্বর। অনুষ্ঠানে সৈয়দ আলতাফ হােসেনকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী, স্পীকার জনাব আবদুল মালেক উকিল, বাণিজ্য ও বর্হিবাণিজ্যমন্ত্রী খন্দকার মুশতাক আহমদ, শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান। ও জাতীয় দলের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মহিউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
বাসসর অপর এক খবরে প্রকাশ রেলওয়ে ডিভিশনের নব নিযুক্ত প্রতিমন্ত্রী সৈয়দ আলতাফ হােসেন গতকাল শেরে বাংলা একে ফজলুল হক ও হােসেন শহীদ সােহরাওয়ার্দীর মাজারে ফাতেহা পাঠ করেন। প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বাকশাল কার্যালয়ে যান। বাকশাল কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মহিউদ্দিন আহমদ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

সূত্র: দৈনিক বাংলা, ২৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত