You dont have javascript enabled! Please enable it! 1975.07.24 | স্পীকার সকাশে যুগােশ্লাভ রাষ্ট্রদূত | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

স্পীকার সকাশে যুগােশ্লাভ রাষ্ট্রদূত

বাসসর অপর খবরে বলা হয় বাংলাদেশে যুগােশ্লাভিয়ার রাষ্ট্রদূত ড: ভেহিজান কস্টিক বুধবার জাতীয় সংসদ ভবনে স্পীকার জনাব আবদুল মালেক উকিলের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলােচনা করেন।

সূত্র: দৈনিক বাংলা, ২৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত