গবর্নর প্রশিক্ষণ কর্মসূচি
বাংলায় গবর্নরদের প্রশিক্ষণ কর্মসূচি সংক্রান্ত খবরটি অসম্পূর্ণ রয়েছে। আর বাকী অংশ দেয়া হলাে।
৬ই আগস্ট: অর্থনৈতিক উন্নয়ন ৬ই আগস্ট বিষয়সূচি: অর্থনৈতিক উন্নয়ন। এতে রয়েছে: বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থ ব্যবস্থাপনা স্বনির্ভর অর্থনীতিকে রাষ্ট্রায়ত্ত শিল্পসমূহের ভূমিকা এবং এদের ব্যবস্থাপনার ক্ষেত্রে জেলা প্রশাসনের দায়িত্ব। অর্থমন্ত্রী এদিন বক্তৃতা দেবেন।
৭ই আগস্ট: বাজেট ও অর্থ সম্পর্কিত বিধি
৭ই আগস্টের সময়সূচি: বাজেট ও অর্থ সম্পর্কিত বিধি। এতে রয়েছে: বাজেট প্রণয়নের নীতি ও পদ্ধতি, অর্থ সম্পর্কিত বিধি ও কার্যপ্রণালী, বাজেট বরাদ্দ, মজুরী ও বন্টন বিধি, হিসাব রক্ষণের সাধারণ নিয়মাবলী ও প্রশাসনে এর গুরুত্ব।
৮ই আগস্ট: কৃষি ব্যবস্থা
৮ই আগস্টের বিষয়সূচি: কৃষি ব্যবস্থা। এতে রয়েছে: সরকারের কৃষি নীতি, সরকারের কার্যক্রমে এবং এর বাস্তবায়নে জেলা প্রশাসনের ভূমিকা, কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থায় জেলা প্রশাসনের ভূমিকা, কৃষিমন্ত্রী এদিন বক্তৃতা দেবেন।
৯ই আগস্ট: বিশেষ আইনাবলী:
৯ই আগস্টের বিষয়সূচি: বিশেষ আইনাবলী। এতে রয়েছে সীমান্তবর্তী জেলাসমূহের বিশেষ সমস্যাবলী, অস্ত্র আইন ও আনুষঙ্গিক নির্দেশাবলী ও বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আইন শৃঙ্খলা বিশেষ ক্ষমতা আইন ও জেলা প্রশাসন, জাতীয় নিরাপত্তা সরকারী গােপনীয়তা আইন, গােপন রিপাের্ট ও সংবাদ সম্পর্কে স্থায়ী আদেশাবলী। এছাড়া রয়েছে গ্রুপ আলােচনা।
১১ই আগস্ট: নিরাপত্তা ও প্রতিরক্ষা
১১ই আগস্টের বিষয়সূচি: নিরাপত্তা ও প্রতিরক্ষা। এদিন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ রাইফেলস এর মহাপরিচালক জাতীয় রক্ষীবাহিনীর মহাপরিচালক প্রথম বক্তৃতা দেবেন।
১২ই আগস্ট: ভূমি ব্যবস্থা
১২ই আগস্টের বিষয়সূচি: ভূমি ব্যবস্থা। এতে রয়েছে: সরকারের ভূমি সংস্কার ও ভূমিব্যবস্থা নীতি জমিদারী হুকুম দখল আইন ও বিধি, অন্যান্য জরুরী ও ভূমি প্রশাসন ব্যবস্থা ও আইনমালা এবং এদের ঐতিহাসিক পটভূমিকা, জরুরি সম্পত্তি অধিগ্রহণ আইন এছাড়া রয়েছে গ্রুপ আলােচনা।
১৩ আগস্ট সংস্কৃতি, শ্রম-ক্রীড়া:
১৩ই আগস্টের কর্মসূচি: সংস্কৃতি শ্ৰম-ক্রীড়া ও সমাজকল্যাণ: এতে রয়েছে বাংলাদেশের শ্রমনীতি ও সমাজকল্যাণ ব্যবস্থা, সংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনে জেলা প্রশাসনের ভূমিকা বাকশালের দলীয় সংগঠন ও কর্মসূচি বাস্তবায়ন পদ্ধতি জাতীয় কৃষক লীগ ও শ্রমিক লীগ জাতীয় কৃষি ও শ্রমক্ষেত্রে এদের ভূমিকা জাতীয় যুবলীগ ও ছাত্রলীগ এবং কৃষি ও সমাজে এদের ভূমিকা: এদিন মাননীয় অর্থমন্ত্রী: জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মণি বক্তৃতা প্রদান করবেন।
সূত্র: দৈনিক বাংলা, ২১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত