You dont have javascript enabled! Please enable it! 1975.07.21 | দ্বিতীয় বিপ্লবকে সফল করতে লেখনীকে কাজে লাগান | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

দ্বিতীয় বিপ্লবকে সফল করতে লেখনীকে কাজে লাগান

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্রম, সমাজকল্যাণ।, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী দেশের কবি ও শিল্পী সাহিত্যিকগণকে তাদের লেখনীর মাধ্যমে জাতির জনকের দ্বিতীয় বিপ্লব সফল করে তােলার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী রােববার বিকেলে মিরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়ােজিত বাংলা সাহিত্য পরিষদের বার্ষিক অধিবেশনে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব সােহরাব হােসেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইব্রাহিম খাঁ।
অধ্যাপক ইউসুফ আলী তার ভাষণে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের তাৎপর্য বিশ্লেষণ প্রসঙ্গে বলেন, দ্বিতীয় বিপ্লব সফল করে তােলায় ব্যাপারে দেশের কবি সাহিত্যিকদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সাহিত্যিকগণকে জনগণের মন থেকে হতাশার ভাব ধরে করে তাদের মধ্যে নতুন আশার সঞ্চার জীবনের আদর্শ এবং উদ্দেশ্য যাতে মানুষ খুঁজে পায় তেমন চেতনা জাগ্রত করতে আহ্বান জানান। দুর্নীতিবাজ ও অন্যায়কারীর বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা সৃষ্টি এবং কর্ম বিমুখতার বিরুদ্ধে মানুষকে সােচ্চার করে তােলার জন্য তিনি কবি সাহিত্যিকগণকে পরামর্শ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পূর্ত ও শহর উন্নয়ন মন্ত্রী জনাব সােহরাব হােসেন তার ভাষণে কবি সাহিত্যিকগণকে তাদের শক্তিশালী লেখনীর মাধ্যমে জাতীয় চরিত্র গঠন এবং সঠিক পথ নির্দেশ করতে আহ্বান জানান। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় কবি সাহিত্যিক ও শিল্পীদের গৌরবােজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কৃষি সাহিত্যিকগণ জাতির জনকের দ্বিতীয় বিপ্লব সফল করে তােলার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন।
অনুষ্ঠানে বাংলা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মােফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠ করা হয়। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়ােজন করা হয়।

সূত্র: দৈনিক বাংলা, ২১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত