You dont have javascript enabled! Please enable it! 1975.07.21 | সিলেটে মন্ড ও কাগজকলে পরীক্ষামূলক উৎপাদন শুরু | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সিলেটে মন্ড ও কাগজকলে পরীক্ষামূলক উৎপাদন শুরু

ছাতক (সিলেট), ২ শে জুলাই (বাসস)। গতকাল শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামানের উপস্থিতিতে সিলেট মভ ও কাগজ শিল্প প্রকল্পে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। কারখানায় বছরে ৩০ হাজার টন মন্ড প্রস্তুত হবে বলে আশা করা যাচ্ছে।
১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশ এবং একটি অস্ট্রো-জার্মান কনসাের্টিয়ামের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে কনসাের্টিয়াম এই কারখানাটি নির্মাণ করে। কারখানার ভবন নির্মাণ এবং যন্ত্রপাতি সংস্থাপনের কাজ এ বছরের মার্চ মাসে শেষ হয়। প্রকল্পের মধ্যে রয়েছে মন্ড উৎপাদনের জন্য প্রয়ােজনীয় রাসায়নিক দ্রব্য তৈরির কারখানা। রাসায়নিক দ্রব্যের বার্ষিক উৎপাদন হবে ১৫ হাজার টন কলিচুন, ২৮৫০ টন কষ্টিক সােডা এবং ২৭০০ টন স্লোরিন। বাংলাদেশ বন শিল্প কর্পোরেশনের অধীনে নির্মিত এই কারখানায় ১২৩৬ জন লােকের কর্মসংস্থান হবে। প্রয়ােজনীয় কাঁচামালের এক বিরাট অংশ স্থানীয়ভাবেই সংগৃহীত হবে।
শিল্পমন্ত্রী জনাব কামরুজ্জামানকে কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখান হয়। তিনি কারখানার সুষ্ঠু পরিচালনায় সন্তোষ প্রকাশ করেন। পরে কারখানার শ্রমিক ও কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি তাদের পূর্ণক্ষমতার উৎপাদনের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। তিনি বলেন, কারখানার ক্ষমতা অনুযায়ী যদি বছরে ৩০ হাজার টন মন্ড উৎপাদন করা যায় তাহলে দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানী করা সম্ভব হবে বলে তিনি জানান।

সূত্র: দৈনিক বাংলা, ২১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত