You dont have javascript enabled! Please enable it!

পাবনায় লক্ষাধিক মন লবণ নষ্ট হয়ে যাচ্ছে

পাবনার মুথাডুলি কেন্দ্রীয় খাদ্য গুদামে রাখা প্রায় লক্ষাধিক মণ লবণ বিতরণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। উক্ত সংরক্ষণাগারে এসব লবণের মধ্যে ইতিমধ্যেই কিছু লবণ পাথরের মতাে শক্ত হয়ে গেছে এবং কিছু গলতে আরম্ভ করেছে। পাবনার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট উক্ত সংরক্ষণাগার পরিদর্শন করে এসে এই প্রতিনিধিকে এ তথ্য জানান। তিনি জানান যে এই সংরক্ষণাগারের লবণ ফেলে রাখা হয়েছে। ভেতরের ৯৮ হাজার মণ লবণের মধ্যে অনেক লবণ শক্ত হয়ে গেছে বলে তিনি জানান। সংরক্ষণাগার পরিদর্শনকারী উক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান দীর্ঘদিন যাবত এই লবণ কেন বিতরণ করা হচ্ছে না তার কোন কারণ তিনি বুঝতে পারছেন না। তার মতে অনতিবিলম্বে এইসব লবণ বিতরণ না করলে সম্পূর্ণ লবণই নষ্ট হয়ে যেতে পারে।
উল্লেখযােগ্য যে মুলাডুলির এই খাদ্যগুদাম থেকে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা খাদ্য বিভাগে রেশনের খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। মজুতকৃত লবণও বিভিন্ন জেলায় বিতরণের জন্য রাখা হয়েছে।

সূত্র: দৈনিক বাংলা, ২১ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!