নয়া ব্যবস্থার সুফল জনগণকে পৌছে দিতে হবে
জাতির জনক, জাতীয় দলের চেয়ারম্যান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল প্রকার স্বজন তােষণ ও দুর্নীতির উর্ধ্বে থেকে দুঃখী মানুষের কল্যাণের জন্যে নবনিযুক্ত গবর্নরদের নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন ব্যবস্থার সুফল জনগণের নিকট পৌঁছে দিতে হবে।
বঙ্গবন্ধু বলেন, পুরনাে মনােভাব লালিত ঘুণেধরা ঔপনিবেশিক প্রশাসন কাঠামাে পরিবর্তন। করা হয়েছে জনগণের কল্যাণের জন্যে। কাজেই গবর্নরদের লক্ষ্য হবে সেবার, মনােভাব হবে সেবকের। তারা কোনমতেই শাসক নন তারা হবেন সেবক। সােমবার সকালে বঙ্গবন্ধু বঙ্গভবনের দরবার কক্ষে নবনিযুক্ত ৬১জন গবর্নরের ২৭ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় দলের সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব মনসুর আলী, জাতীয় সংসদের স্পীকার জনাব আবদুল মালেক উকিল জাতীয় দলের তিন সেক্রেটারী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ ও প্রতিমন্ত্রীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে বঙ্গবন্ধু বলেন, আইন শৃঙ্খলা রক্ষা, উৎপাদন বৃদ্ধি স্থানীয় উন্নয়ন কর্মসূচি সফল, দুর্নীতি দমন, সমবায় এবং পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের জন্যে গবর্নরদের কাজ করতে হবে।
সূত্র: দৈনিক বাংলা, ২২ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত