You dont have javascript enabled! Please enable it! 1975.07.20 | ৩টি জেলার গ্রাম বিদ্যুতায়নের সতের কোটি টাকার প্রকল্প | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

৩টি জেলার গ্রাম বিদ্যুতায়নের সতের কোটি টাকার প্রকল্প

সরকার ১৯৭৮ সাল নাগাদ খুলনা বরিশাল এবং পটুয়াখালী জেলার গ্রামাঞ্চলের বিদ্যুতায়ন এবং পানি সেচ ব্যবস্থা প্রচলনের জন্য ১৭ কোটি টাকার একটি কর্মসূচি হাতে নিয়েছেন। তিন হাজার লিফট পাম্পে বিদ্যুৎশক্তি সংযােজনের ফলে দেড় লাখ একর আবাদযােগ্য জমিতে পানিসেচ করা যাবে এনা এ খবর দিয়েছে। এই স্কীমে খুলনার কাছে গােয়ালপাড়া থেকে মংলা ও বাগেরহাট হয়ে বরিশাল পর্যন্ত ৮০ মাইল দীর্ঘ ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বসানাে হবে। এই প্রকল্প বাস্তবায়নের প্রয়ােজনীয় মেশিনারী, সরঞ্জামাদি ও বিশেষজ্ঞ সার্ভিসের জন্য সরকার এর মধ্যেই জাপান সরকারের সাথে আলােচনা শুরু করেছেন। এগুলাে কিনতে প্রায় ৯০ লাখ ডলার লাগবে। প্রকল্প সম্পর্কে সরেজমিনে নিরীক্ষা চালানাের জন্য একটি জাপানী প্রযুক্তিবিদ দল ২ শে জুলাই থেকে বাংলাদেশ সফল শুরু করবেন।
বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের উপযুক্ত কর্তৃপক্ষ বলেছেন, তারা এর মধ্যেই এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করেছেন। গােটা প্রকল্পটির খুলনা থেকে বাগেরহাট পর্যন্ত প্রথম বিশখ মাইলের কাজ শুরু হয়েছে। চলতি অর্থ বছরে শেষ নাগাদ এই বিশ মাইলের কাজ শেষ হবে।

সূত্র: দৈনিক বাংলা, ২০ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত