You dont have javascript enabled! Please enable it! 1975.07.19 | দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা চালাতে হবে: মনসুর | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য ঐক্যবদ্ধ চেষ্টা চালাতে হবে: মনসুর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক হাজার একশাে ৮৪ জন শিক্ষক অফিসার ও কর্মচারী গতকাল শুক্রবার দলীয় চেয়ারম্যান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য পদের জন্য আবেদন জানিয়েছেন। বাসসর খবরে বলা হয়, গতকাল অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের ১৪ জন বিভাগীয় প্রধান এবং ২৪ জন অফিসার ও কর্মচারীসহ ১০ জন শিক্ষকের একটি দল উপাচার্য ড. মােসলেহউদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে গণভবনে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং দলীয় সদস্যপদের জন্য আবেদনপত্র পেশ করেন। | আবেদনপত্র গ্রহণ করে চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবেদনকারীদের ধন্যবাদ জানান এবং আবেদনপত্রটি তিনি অনুষ্ঠানে উপস্থিত জাতীয় দলের সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলীর কাছে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: মােজাফফর আহমদ চৌধুরী ও ময়মনসিংহের নবনিযুক্ত গবর্নর জনাব রফিকউদ্দিন ভূঁইয়া ও উপস্থিত ছিলেন।
আবেদনপত্র পেশ অনুষ্ঠানে জাতীয় দলের সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দীপনাময় নেতৃত্বের পূর্ণ সুযােগ গ্রহণ করে দ্বিতীয় বিপ্লব সফল করে তােলার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানাের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু সূচিত দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নে আমরা ব্যর্থ হলে সেই ব্যর্থতার জন্য ভবিষ্যৎ বংশধর আমাদেরকেই দায়ী করবে। দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ২শত বছরের ঔপনিবেশিক শাসনে পুঞ্জীভূত বহুরকম সমস্যা সম্ভাব্য স্বল্প সময়ে সমাধানই এর লক্ষ্য। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান সম্ভব নয় এই সঠিক দূরদর্শিতার আলােকেই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন। সরকারের সহযােগিতা যুগিয়ে বিপ্লবের ঈপ্সিত লক্ষ্য অর্জনের প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অফিসারের এই মহতী সমাবেশকে স্মরণ করিয়ে দেন যে বঙ্গবন্ধুর নেতৃত্ব এক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু দেশমাতৃকায় মুক্তির। জন্য তাঁর জীবনপণ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর মত একজন নেতা আমরা পেয়েছিলাম বলেই বাংলাদেশের মুক্তি সম্ভব হয়েছে। কারণ, তিনি সমস্ত দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।
জনাব মনসুর আলী বলেন, জাতিগঠনমূলক কাজে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যেই জাতির জনক জাতীয় দল বাকশাল গঠন করেছেন। জনাব মনসুর আলী বলেন দেশের। প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তনের সিদ্ধান্ত বঙ্গবন্ধু একটি বিপ্লবী পদক্ষেপ। প্রশাসন ও দেশ গড়ার কাজে সমগ্র জনতাকে জড়িত করাই এর উদ্দেশ্য।
জনাব মনসুর আলী কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর উদ্দেশ্য বলেন, আপনার দ্বিতীয় বিপ্লব সফল করে তােলার ক্ষেত্রে উল্লেখযােগ্য অবদান রাখতে পারেন। তিনি বলেন, আত্মত্যাগ ও আন্তরিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টা চালালে দ্বিতীয় বিপ্লব অবশ্যই সাফল্যমণ্ডিত হবে।
কৃষি উৎপাদন বাড়ানাের উদ্যোগ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার ও কর্মচারীরা এর মধ্যেই নিয়েছেন জানতে পেরে তিনি খুশী হয়েছেন বলে জানান। প্রধানমন্ত্রী দলীয় চেয়ারম্যান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান। | সমাবেশে ভাষণদানকালে শিক্ষামন্ত্রী ডা: মােজাফফর আহমদ চৌধুরী দেশের আবহাওয়া ও মৃত্তিকার অবস্থার সাথে লক্ষ্য রেখে কৃষি খাতের বিভিন্ন সমস্যা সমাধান উদ্ভাবনের জন্য কৃষি বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান। বিশেষজ্ঞদিগকে তিনি আমাদের বিশেষ চাহিদার কথা স্মরণ রেখে মৌলিক গবেষণা পরিচালনার উপদেশ দেন।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তােলার জন্য কৃষি ক্ষেত্রে উল্লেখযােগ্য অবদান রাখার মাধ্যমে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের ডাকে কৃষি বিশেষজ্ঞরা অবশ্যই সাড়া দিবেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: মােসলেহউদ্দিন আহমদ চৌধুরী তার ভাষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার ও কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি সমর্থন করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বঙ্গবন্ধু কর্তৃক সূচিত দ্বিতীয় বিপ্লব দেশে শােষিতের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুঃখী মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
এরপূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, অফিসার ও কর্মচারীরা বঙ্গবন্ধুকে বিপুলভাবে মাল্য ভূষিত করেন। তারা প্রধানমন্ত্রীকেও মাল্যভূষিত করেন।

সূত্র: দৈনিক বাংলা, ১৯ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত