You dont have javascript enabled! Please enable it! 1975.07.17 | পাট ব্যবসায়ে দুর্নীতি চলতে দেয়া হবে না: আসাদুজ্জামান | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

পাট ব্যবসায়ে দুর্নীতি চলতে দেয়া হবে না: আসাদুজ্জামান

পাটমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান আজ বলেন পাট ব্যবসায়ে দুর্নীতি চলতে দেয়া হবে না। আজ সকালে বন্দরে শুভ পাটকল কেন্দ্রের উদ্বোধন করে পাট মন্ত্রী বলেন, পাট ব্যবসায়ে সবরকম অসৎ লেনদেন বন্ধের জন্য ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ পাট কর্পোরেশনের উদ্যোগে এ পাট ক্রয় কেন্দ্রটি ভােলা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ভাষণ দেন পাট প্রতিমন্ত্রী জনাব মােসলেহউদ্দীন খান ও বাংলাদেশ পাট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাট মন্ত্রণালয়ের সচিব খােন্দকার আসাদুজ্জামান। মন্ত্রী সুস্পষ্ট করে বলেন, সরকার পাট ব্যবসাকে দুর্নীতিমুক্ত করার নিশ্চয়তা বিধানে স্থির হয়েছে এবং এ উদ্দেশ্য এরকম ব্যবস্থাই গ্রহণ করবে।
জনাব আসাদুজ্জামান খান আরও বলেন যে, যেহেতু পাট আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সূত্র, তাই সর্বোত্তম মানের পাট চালান দিয়ে আন্তর্জাতিকভাবে পাটের সুনাম অবশ্যই আমাদের সমুন্নত রাখতে হবে। এ উপলক্ষে ভাষণদানকালে পাট প্রতিমন্ত্রী জনাব মােসলেহউদ্দীন হুশিয়ারী উচ্চারণ করে বলেন যে পাট কর্মচারী ও ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
তিনি তথ্য প্রকাশ করেন যে পাটে ভেজাল মিশ্রণ ও পাট ব্যবসায়ে দুর্নীতির দায়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জে ৪৪ জন ব্যবসায়ী (বেপারী) ও তিনজন কাঁচা ডিলারকে গ্রেফতার করা হয়েছে।
১৯ জন ব্যবসায়ী ও তিনজন ডিলারের নিকট হতে জরিমানা অনুসারে ৬৮ হাজার একশ ৫০ টাকা আদায় করা হয়েছে। পূর্বাহ্নে পাটমন্ত্রী ও পাট প্রতিমন্ত্রী প্রতি মন ৯৬ টাকা ২৫ টাকা দরে ৪ মণ ৩৭ সের পাট খরিদ করে পাট ক্রয়ে কেন্দ্রের উদ্বোধন করেন।
বাংলাদেশ পাট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর আজ এখানে বলেন যে চলতি অর্থ বছরে বাংলাদেশ পাট কর্পোরেশন ২০ লাখ মন পাট ক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। তিনি আরও বলেন, কর্পোরেশন বিভিন্ন এলাকায় ৫৭টি ক্রয় কেন্দ্র খুলবে।

সূত্র: দৈনিক বাংলা, ১৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত