You dont have javascript enabled! Please enable it!

জেলা গবর্নরদের নাম ঘােষণা
বঙ্গবন্ধুর বৈপ্লবিক কর্মসূচি বাস্তবায়নে ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ প্রশাসনিক ব্যবস্থায় নবযুগের সূচনা

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ৬১টি জেলার গবর্নরদের নাম ঘােষণা করেছেন। বুধবার এক ঘােষণায় রাষ্ট্রপতি বলেছেন চলতি বছরের ১লা সেপ্টেম্বর থেকে নবনিযুক্ত গবর্নররা তাদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। ইতিমধ্যে তারা প্রশিক্ষণ গ্রহণ ও অন্যান্য আনুষঙ্গিক কর্তব্য সম্পাদন করবেন। সংস্থাপন বিভাগ এ সম্পর্কে অনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি। প্রকাশ করবে এবং জেলা গবর্নরদের প্রশিক্ষণ সম্পর্কে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সংস্থাপন বিভাগ ও অর্থ মন্ত্রণালয় জেলা গবর্নরদের দায়িত্ব ও কর্তব্য এবং আর্থিক ও অন্যান্য সুযােগ সুবিধা সম্পর্কে বিস্তারিত নীতিমালা প্রণয়ন ও নির্দেশ জারি করবে।
ঔপনিবেশিক আমলের ঘুনেধরা প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে স্বাধীন জাতির উপযােগী এবং একটি শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করেছেন জেলাগুলিতে প্রশাসনিক প্রধান পদে গবর্নর নিয়ােগ তারই একটি উল্লেখযােগ্য পদক্ষেপ।
বঙ্গবন্ধুর এই ঘােষণার সাথে সাথেই মূলত সমাপ্তি ঘটলাে ঔপনিবেশিক আমলের প্রশাসনিক ব্যবস্থা এবং সুচনা হলাে এক নতুন যুগের এই ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে চলেছে দেশে জনগণের শাসন কায়েমের জন্যে বঙ্গবন্ধুর দীর্ঘদিনের স্বপ্ন।
বঙ্গবন্ধু যে ৬১ জনকে গবর্নর পদে নিযুক্ত করেছেন তাদের মধ্যে রয়েছেন ৩৩ জন সংসদ সদস্য, ৫জন সাবেক এমপিএ, ১৩ জন সরকারী কর্মচারী ও ১জন সামরিক অফিসার। নীচে গবর্নরদের নামের বিস্তারিত তালিকা দেয়া হল:
১. জনাব জহিরুল ইসলাম, এ্যাডভােকেট প্রাক্তন এমসিও কক্সবাজার। ২. জনাব মােহাম্মদ খালেদ, সংসদ সদস্য-চট্টগ্রাম। ৩. জনাব জাকেরুল হক চৌধুরী-দক্ষিণ চট্টগ্রাম। ৪. শ্রী মংশু চৌধুরী, বােমাং চীফ বান্দরবন। ৫. শ্রী মং প্র সাইন, মানিক ছড়িব রাজা-খাগড়াছড়ি। ৬. জনাব এম এ কাদের বর্তমানে পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক-রাঙ্গামাটি। ৭. জনাব খাজা আহমদ সংসদ সদস্য ফেনী, ৮. জনাব আবদুর রশিদ সংসদ সদস্য-লক্ষ্মীপুর। ৯. জনাব নুরুল হক, সংসদ সদস্যনােয়াখালী, ১০. অধ্যাপক খােরশেদ আলম সংসদ সদস্য-কুমিল্লা, ১১. জনাব আলী আজম, সংসদ সদস্য- ব্রাহ্মণবাড়িয়া। ১২. জনাব আবদুল আউয়াল সংসদ সদস্য-চাঁদপুর, ১৩. জনাব মােস্তফা আলী, সংসদ সদস্য-হবিগঞ্জ। ১৪. জনাব নুরুল আহাদ, বর্তমানে বরিশালের জেলা প্রশাসক মৌলভীবাজার। ১৫. জনাব মােহাম্মদ ইরশাদুল হক, বর্তমানে সিলেটের জেলা প্রশাসক-সিলেট। ১৬. জনাব আবদুল হাকিম চৌধুরী সংসদ সদস্য-সুনামগঞ্জ। ১৭. জনাব আবদুস সাত্তার, বর্তমানে পটুয়াখালীর জেলা প্রশাসক-কিশােরগঞ্জ, ১৮. জনাব জুবেদ আলী, সংসদ সদস্য-নেত্রকোণা, ১৯. জনাব রফিকউদ্দীন ভূইয়া, সংসদ সদস্য-ময়মনসিংহ। ২০. জনাব আবদুল হাকিম, সংসদ সদস্যজামালপুর, ২১. জনাব আনিসুর রহমান, সংসদ সদস্য-শেরপুর। ২২. জনাব আবদুল কাদের সিদ্দিকী-টাঙ্গাইল। ২৩. জনাব এম এ তাহের বর্তমানে ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার মন্ত্রণালয়ের সচিব ঢাকা মেট্রো পলিটান।, ২৪. জনাব আশরাফ আলী চৌধুরী প্রাক্তন এমসিও-ঢাকা। ২৫. জনাব মােহাম্মদ শামসুল হক, এ্যাডভােকেট, প্রাক্তন এমসিএ বিক্রমপুর। ২৬. জনাব আফতাবউদ্দিন ভূইয়া, সংসদ সদস্য-নরসিংদী। ২৭. জনাব এম নুরুজ্জামান, বর্তমানে পরিবহন কমিশনারমানিকগঞ্জ। ২৮. জনাব এম শামসুদ্দিন মােল্লা, সংসদ সদস্য-ফরিদপুর, ২৯. জনাব আবদুল ওয়াহেদ চৌধুরী-এ্যাডভােকেট-রাজবাড়ি। ৩০. জনাব আবদুর রেজা খান, সংসদ সদস্যমাদারীপুর। ৩১. জনাব এ এইচ এম মােস্তফা করিম, বর্তমানে কুষ্টিয়ার জেলা প্রশাসক গােপালগঞ্জ। ৩২. জনাব এম আর খান, বর্তমানে সংস্থাপন বিভাগে নিয়ােজিত ভােলা, ৩৩. জনাব আমীর হােসেন, সংসদ সদস্য-ঝালকাঠি, ৩৪. জনাব আমিনুল হক চৌধুরী, এ্যাডভােকেট-বরিশাল, ৩৫. জনাব এনায়েত হােসেন খান , সংসদ সদস্য-পিরােজপুর। ৩৬.জনাব শাহজাদা আবদুল মালেক খান, সংসদ সদস্য-পটুয়াখালী। ৩৭. জনাব এম সফিউর রহমান, বর্তমানে জেলা প্রশাসক, রাজশাহী-বরগুনা। ৩৮. জনাব আবদুল লতিফ খান, এ্যাডভােকেট, প্রাক্তন এমসিএ বাগেরহাট। ৩৯. কর্নেল মােহাম্মদ আনােয়ারউল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী-খুলনা। ৪০. জনাব কাজী মঞ্জুর এ মাওলা, বর্তমানে বগুড়ার জেলা প্রশাসক-সাতক্ষীরা, ৪১. জনাব রওশন আলী, সংসদ সদস্যযশাের, ৪২. জনাব খােন্দকার আবদুল হাফিজ, সংসদ সদস্য-নড়াইল, ৪৩. জনাব জে কে এম এ আজিজ, সংসদ সদস্য-ঝিনাইদহ। ৪৪. জনাব লুৎফুল্লাহিল মজিদ, বর্তমানে নােয়াখালীর জেলা প্রশাসক-মাগুরা। ৪৫. জনাব আবদুর রউফ চৌধুরী সংসদ সদস্য-কুষ্টিয়া। ৪৬. জনাব এম ফয়েজুর রাজ্জাক, বর্তমানে ফরিদপুরের জেলা প্রশাসক-চুয়াডাঙ্গা। ৪৭. জনাব সহিউদ্দিন আহমদ, সংসদ সদস্য মেহেরপুর। ৪৮. অধ্যাপক আবু সায়ীদ, সংসদ সদস্য-পাবনা। ৪৯. জনাব মােতাহার হােসেন তালুকদার-পিরােজপুর। ৫০. জনাব এ কে মুজিবুর রহমান, সংসদ সদস্য-বগুড়া। ৫১. জনাব মহিউদ্দীন আহমদ, সংসদ সদস্য-জয়পুরহাট। ৫২. জনাব নজিবুর রহমান, এ্যাডভােকেটদিনাজপুর, ৫৩. জনাব এম ফজলুল করিম, সংসদ সদস্য-ঠাকুরগাঁও। ৫৪. জনাব এম আবদুর রউফ, সংসদ সদস্য ও হুইপ নীলফামারী। ৫৫. জনাব এ কে এম জালালউদ্দিন বর্তমান ময়মনসিংহের জেলা প্রশাসক-রংপুরে। ৫৬. জনাব লুৎফর রহমান, সংসদ সদস্য-গাইবান্ধা। ৫৭. জনাব শামসুল হক চৌধুরী, সংসদ সদস্য-কুড়িগ্রাম, ৫৮. শ্রী শংকর গােবিন্দ চৌধুরী প্রাক্তন এমসিএ-নাটোর। ৫৯. জনাব আতাউর রহমান-রাজশাহী, ৬০. জনাব মােহাম্মদ আবদুল জলীল, সংসদ সদস্য-নওগাঁ। ৬১. ডা: এ এ এম মেসবাহুল হক, সংসদ সদস্য-নারায়ণগঞ্জ।

সূত্র: দৈনিক বাংলা, ১৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!