দ্বিতীয় বিপ্লব সফল করুন: শিক্ষকদের প্রতি আহ্বান
দেশে শােষিতের গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপিত করেছেন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক। আওয়ামী লীগ গঠন করে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি তার প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছে।
রােববার সমাপ্ত সমিতির কেন্দ্রীয় কার্যকরী সংসদের তিন দিনব্যাপী সভায় গৃহীত প্রস্তাবে এ মর্মে দৃঢ় আশা পােষণ করে বলা হয় যে দ্বিতীয় বিপ্লবকে সফল করার মাধ্যমেই দেশের শােষিত জনগণের অর্থনৈতিক শক্তি অর্জিত হবে, দেশের সার্বিক প্রগতি, সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।
প্রস্তাবে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিকে বাস্তবায়িত করার সংগ্রামে মেহনতী শিক্ষক সমাজ ও সমস্ত শােষিত জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ােজিত করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান হয়। সভায় বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের বলিষ্ঠ কর্মসূচিকে বানচাল করার জন্যে সাম্রাজ্যবাদী শক্তি, দেশীয় প্রতিক্রিয়াশীল দালাল সাম্প্রদায়িকতাবাদী পাকিস্তানী এজেন্ট উঠতি পুঁজিপতি কালােবাজারী প্রভৃতি শত্রুরা অশুভ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদের অনেকেই দেশপ্রেমিকের ছদ্মবেশে সমাজের ওপর আধিপত্য বিস্তারে লিপ্ত হয়েছে এবং প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়নের কর্মসূচি বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সভায় শংকা প্রকাশ করে বলা হয় যে ৭১-এর গণহত্যার সাথে জড়িত স্বাধীনতা বিরােধীদের একাংশ দেশ প্রেমিকের মুখােশ এঁটে শিক্ষকতার মত দায়িত্বশীল পেশার নিয়ােজিত হয়েছে। অথচ ভবিষ্যতের সমাজের নতুন মানুষ গড়ে তােলায় মূল দায়িত্ব বহন করতে হবে আজকের দিনের শিক্ষক সমাজকে। এই ধরনের লােককে শিক্ষকতাসহ গুরুত্বপূর্ণ পেশা ও প্রশাসনকে পদ থেকে অপসারণের জন্যে প্রস্তাবে সরকারের কাছে সুপারিশ পেশ করা হয়।
সভায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজের নানাবিধ সমস্যার আংশিক সুরাহার জন্যে অবিলম্বে ৯ সদস্যের কমিটি রিপাের্ট পেশ, কল্যাণ ভাতা বৃদ্ধি, নিয়মিত রেশন প্রদান ন্যায়সঙ্গত ভিত্তিতে প্লান্ট বিতরণ, সরকারী স্কুলে উন্নয়নের নামে অপচয় বন্ধের জন্যে দাবী জানান হয়।
সমিতির কর্মসূচি
দ্বিতীয় বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশ শিক্ষক সমিতি নতুন কর্মপন্থা ও কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির তিন দিনব্যাপী এক সভা শেষে এসব কর্মপন্থা ও কর্মসূচি নেয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে। দেশে শােষিতের গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপিত করেছেন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি তার প্রতি অকুণ্ঠে সমর্থন জ্ঞান করেছে।
রােববার সমাপ্ত সমিতির কেন্দ্রীয় কার্যকরী সংসদের তিন দিনব্যাপী সভায় গৃহীত প্রস্তাবে এ মর্মে দৃঢ় আশা পােষণ করে বলা হয় যে দ্বিতীয় বিপ্লবকে সফল করার মাধ্যমেই দেশের শােষিত জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে, দেশের সার্বিক প্রগতি, সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।
প্রস্তাবে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিকে বাস্তবায়িত করার সংগ্রামে মেহনতী শিক্ষক সমাজ ও সমস্ত শােষিত জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ােজিত করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান হয়।
সভায় বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের বলিষ্ঠ কর্মসূচিকে বানচাল করার জন্যে সাম্রাজ্যবাদী শক্তি, দেশীয় প্রতিক্রিয়াশীল দালাল, সাম্প্রদায়িকতাবাদী পাকিস্তানী এজেন্ট উঠতি পুঁজিপতি, কালােবাজারী প্রভৃতি শত্রুরা অশুভ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদের অনেকেই দেশপ্রেমিকের ছদ্মবেশে সমাজের ওপর আধিপত্য বিস্তারে লিপ্ত হয়েছে এবং প্রগতিশীল কর্মসূচি বাস্তবায়নের কর্মসূচি বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সূত্র: দৈনিক বাংলা, ১৫ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত