You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ-ফ্রান্স মৈত্রী আরাে জোরদার হবে: বঙ্গবন্ধু

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃঢ় আস্থা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বর্তমান বন্ধুত্ব ও সহযােগিতার বন্ধন অভিন্ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযােগিতা ও পারস্পরিক কল্যাণের মধ্য দিয়ে উত্তরােত্তর জোরদার হবে। বাসসর খবরে প্রকাশ, ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যালােরী জিসকার্ড দেস্তার কাছে এক বার্তায় বঙ্গবন্ধু ফরাসী প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং ফরাসী জনগণের প্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
বার্তায় বঙ্গবন্ধু বলেন: ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে ও ফরাসী জনগণকে আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানাই। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দুদেশের মধ্যে বর্তমান বন্ধুত্ব ও সহযােগিতার বন্ধন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযােগিতা এবং পারস্পরিক কল্যাণের মধ্য দিয়ে উত্তরােত্তর সুদৃঢ় হবে। আমি আপনার ব্যক্তিগত সুখ ও স্বাস্থ্য এবং ফরাসী জনগণের প্রগতি ও সমৃদ্ধি কামনা করি।

সূত্র: দৈনিক বাংলা, ১৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!