সাওটোমি প্রিন্সিপির স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর বাণী
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের নির্যাতিত মানুষের জাতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে বাংলাদেশের সংহতির কথা গতকাল পুনরায় উল্লেখ করেন। বাসসর খবরে বলা হয়, সাওটোমী প্রিন্সিপি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মি. এমানুয়েল পিন্টু ভি কোস্টার নিকট উক্ত দ্বীপের জাতীয় স্বাধীনতা অর্জন উপলক্ষে প্রেরিত অভিনন্দন বাণীতে বঙ্গবন্ধু নয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দীর্ঘজীবন এবং সাওটোমী প্রিন্সিপি প্রজাতন্ত্রের জনগণের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট মি. এমানুয়েল পিন্টু ডি কোস্টার নিকট প্রেরিত অভিনন্দন বাণীতে বলেন: “আমি বাংলাদেশ সরকার ও জনগণের এবং আমার নিজের পক্ষ থেকে সাওটোমী প্রিন্সিপির স্বাধীনতা উপলক্ষে আপনাকে আমাদের আন্তরিক ভ্রাতৃপ্রতিম অভিনন্দন জ্ঞাপন করছি।
এ সুযােগে আমি সারা বিশ্বের নির্যাতিত মানুষের জাতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে আমাদের সংহতির কথাও পুনরুল্লেখ করছি। আপনার দীর্ঘ জীবন ও স্বাস্থ্যের নিয়ােগের জন্য সিদ্ধান্ত নেয়া হয় বলে সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সূত্র: দৈনিক বাংলা, ১৫ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত