You dont have javascript enabled! Please enable it! 1975.07.16 | জাতীয় সংসদে আরও ৭টি মঞ্জুরী দাবী গৃহীত | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

জাতীয় সংসদে আরও ৭টি মঞ্জুরী দাবী গৃহীত

মঙ্গলবার জাতীয় সংসদে শিক্ষা উন্নয়ন, বিজ্ঞান গবেষণা, চিকিৎসা, সমাজকল্যাণ পল্লী উন্নয়ন পরিবহন ও শিল্প খাতে ৬৭ কোটি ৫ লাখ ৭১ হাজার টাকার আরও ৭টি মঞ্জুরী দাবী গৃহীত হয়।
স্পীকার জনাব আবদুল মালেক উকিলের সভাপতিত্বে সংসদে অর্থমন্ত্রী ড. এ আর মল্লিক উত্থাপিত আবগারি ও লবণ সংশােধনী বিল ও গৃহীত হয়। ক্ষুদ্রাকৃতির টেলিভিশন যাতে আরও সস্তায় পাওয়া যায় তার জন্য বিলে ১৯৪৪ সালের আবগারি ও লবণ আইন সংশােধনের প্রস্তাব করা হয়। মঙ্গলবার সংসদের অধিবেশন বিকেল ৫টায় মূলতবী হয়। আজ সাড়ে তিনটায়। অধিবেশন পুনরায় শুরু হবে। খবর বাসসর।

সূত্র: দৈনিক বাংলা, ১৬ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত