অবশেষে শাক-সবজি ও মাছের উপর থেকে নগরশুল্ক উঠে যাচ্ছে
ঢাকা পৌরসভা মাছ ও শাক-সবজীর ওপর হতে নগরশুল্ক প্রত্যাহার করে নিয়েছে। বৃহস্পতিবার। রাত ১২টার পর হতে ঢাকা শহরে আমদানীকৃত এসব দ্রব্যের জন্য আর কোন অবস্থায় বা নগরশুল্ক দিতে হচ্ছে না। গত ১লা জুলাই হতে এই নগরশুল্ক আদায় শুরু হয়েছিল।
ঢাকা পৌরসভার প্রশাসকের সঙ্গে যােগাযােগ করা হলে তিনি জানান যে জাতির জনক বঙ্গবন্ধুর অভিপ্রায় অনুযায়ী পৌরসভা এই অবস্থায় প্রত্যাহার করে নিচ্ছে। আজ সরকারীভাবে পৌরসভা এই নগরশুল্ক প্রত্যাহার কথা ঘােষণা করবে।
সূত্র: দৈনিক বাংলা, ১২ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত