শতকী নােট অচল ঘােষণা প্রশ্নে অর্থমন্ত্রী
কালাে টাকা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য রােধই লক্ষ্য
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ভােটের আওতা বহির্ভূত আইটেম দায়যুক্ত ব্যয় বরাদ্দের (চার্জড এসপেন্ডিচার) উপর আলােচনা হয়েছে। এই ব্যয় বরাদ্দ সদস্যদের ভােটে দেওয়া হয়। বাসস এ খবর দিয়েছে।
ময়মনসিংহের জনাব আব্দুল কুন্দুস দায়যুক্ত ব্যয়ের উপর আলােচনা করেন। অর্থমন্ত্রী ডক্টর ও আর মল্লিক তার জবাব দেন এবং এই ব্যয়ের ব্যবস্থা সমূহ ব্যাখ্যা করেন।
অর্থমন্ত্রী বলেন, টাকার বিনিময় হার পুনঃনির্ধারণের ফলে উৎপাদন বৃদ্ধি ও রফতানীর প্রসার হবে এবং এভাবে আমাদের অর্থনীতি জোরদার হবে।
তিনি বলেন, পাট ও চায়ের রফতানীয় প্রসার এবং আমাদের শিল্পের উৎপাদন বৃদ্ধিকল্পে প্রয়ােজনীয় কাঁচামাল এবং যন্ত্রাংশ আমদানীর সুবিধার জন টাকার বিনিময় হার পুনঃনির্ধারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। | একশ টাকার নােট অচল ঘােষণা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কালাে টাকা নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়ােজনীয় দুব্যাদির দামের উর্ধ্বগতি রােধ কল্পে শতকী নােট অচল ঘােষিত হয়েছে। তিনি বলেন, গ্রামের লােকেরা শতকী নােট অচল ঘােষণায় তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।
জনাব আব্দুল কুদ্স এর আগে তার বক্তৃতায় রেল ও টেলিযােগাযােগ ক্ষেত্রের সমস্যাগুলাের উল্লেখ করেন। তিনি টাকার বিনিময় হার পুনঃনির্ধারণ এবং শতকী নােট অচল ঘােষণার প্রতিক্রিয়া নিয়ে আলােচনা করেন।
এর আগে আইন ও সংসদ দফতরের মন্ত্রী শ্রী মনেরাঞ্জন ধর সংসদ সদস্যদের বেতন ও ভাতা (সংশােধনী) বিল পেশ করেন।
নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যদির মূল্য বৃদ্ধি এবং ভ্রমণ ব্যয় বৃদ্ধির দরুন এই বিলে সংসদ সদস্যদের পারিতােষিক এবং অন্যান্য সুবিধাদি বৃদ্ধির ব্যবস্থা রয়েছে।
সংসদ বুধবার বিকাল ৪টা পর্যন্ত মূলতবী হয়ে গেছে।
সূত্র: দৈনিক বাংলা, ৯ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত