এনইসি বৈঠকে ২২ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমােদিত
গতকাল সকালে গণভবনে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রধান প্রধান এগারােটি প্রকল্প অনুমােদিত হয়েছে।
বাসসর এ খবরে বলা হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে অনুমােদিত এই এগারােটি প্রকল্প বাস্তবায়নে ৪ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ অনুমানিক ২২ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হবে। অনুমােদিত এগারােটি প্রধান প্রধান প্রকল্পের মধ্যে রয়েছে: হাইড্রোলিক সাভে প্রজেক্ট, ভালডাম ও সেচ প্রকল্প, দিনাজপুর জেলার বিরল থানায় পুর্ণভবা নদীর পশ্চিম উপকূলে বন্যা প্রতিরােধ বাঁধ নির্মাণ প্রকল্প, দিনাজপুর জেলার ঠাকুরগা থানার বুড়ি বাঁধ ও সেচ প্রকল্প, ঢাকায় আধুনিক বেকারী নির্মাণ প্রকল্প, হান্ডিক্রাফট ডিজাইন সেন্টার নির্মাণ প্রকল্প, মাছ বাজারজাতকরণ ও বণ্টন প্রকল্প, গুটিপােকার চাষ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র এবং গুটিপােকার চাষের উন্নয়ন প্রকল্প। এ ছাড়া আছে আরও দুটি প্রকল্প এবং তার মধ্যে একটি হচ্ছে আবাসিক আদর্শ স্কুল বা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং বিমানের জন্য যন্ত্রপাতি ক্রয় প্রকল্প।
গণভবনে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী, বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য দফতরের মন্ত্রী খন্দকার মুশতাক আহমদ, শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান, কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী শ্রীফনী ভূষণ মজুমদার, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রী জনাব আবদুর রব
ধর, অর্থমন্ত্রী ড. এ আর মল্লিক এবং বন ও মৎসা দপ্তরের মন্ত্রী জনাব রিয়াজউদ্দীন আহমদ।
পানি উন্নয়ন রােড, ৭০ লাখ ৩০ হাজার ঢাকার বৈদেশিক মুদ্রাসহ ৮ কোটি ১৭ লক্ষ ১ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ হাইড্রলিক সার্ভে প্রকল্পটি বাস্তবায়িত করবে। দিনাজপুরের ঠাকুরগা থানার ভুলি বাঁধ ও সেচ প্রকল্পটি বাস্তবায়িত করা হবে ২ লাখ ৯৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ ৩৯ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে দিনাজপুর জেলার বিরল থানায় পুনডব্য নদীর পশ্চিম তীরে বন্যা প্রতিরােধ বাঁধ নির্মাণ এবং দিনাজপুরের ঠাকুরগা থানায় বাড়িবাঁধ প্রকল্প বাস্তবায়িত করা হবে ২ লাখ ৯৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ ৪২ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে। | ঢাকায় আধুনিক বেকারী নির্মাণ প্রকল্পের জন্যে জাতীয় অর্থনৈতিক পরিষদ ২ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ করেছেন। এ প্রকল্পে ৭৩ লক্ষ ২৮ হাজার টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় হবে।
৪ লাখ ২৫ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ ৪৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে হ্যান্ডিকড্রাফট ডিজাইন সেন্টার নির্মাণ করা হবে।
সংশােধিত মাছ বাজারজাতকরণ ও বণ্টন প্রকল্পে ৭ কোটি ৩৯ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয় করা হবে এবং এতে বৈদেশিক মুদ্রা খরচ করা হবে ২ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকা। ৮ লাখ ২৩ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ ১ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে গুটিপােকার চাষ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়িত হবে। ৪০ লাখ টাকা ব্যয় করা হবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জন্যে এবং ৪৭ লাখ ৬৩ হাজার টাকা ব্যয় করা হবে বিমানের যন্ত্রপাতি ক্রয়ের জন্যে।
সূত্র: দৈনিক বাংলা, ১০ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত