সংসদে জেলা প্রশাসন বিল গৃহীত
বাসস খবরে বলা হয়, বুধবার জাতীয় সংসদে ১৩টি বিল গৃহীত হয়েছে। এই ১৩টি বিলের মধ্যেসামান্য সংশােধনীসহ জেলা প্রশাসন বিল, ১৯৭৫ বিলাটও গৃহীত হয়।
সংসদে গৃহীত অপর ১২টি বিল হচ্ছে: রাষ্ট্রপতির (পরিশ্রমিক ও অধিকার) বিল; উপরাষ্ট্রপতির (পরিশ্রমিক ও অধিকার) বিল; প্রধানমন্ত্রীর (পরিশ্রমিক ও অধিকার) বিল, স্পীকার ও ডেপুটি স্পীকারে (পরিশ্রমিক ও সুযােগ সুবিধা) সংশােধনী বিল, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর (বেতন ও অধিকার (সংশােধনী) বিল, বাংলাদেশ আইনজীবী ও বার কাউন্সিল (সংশােধনী) বিল; বাংলাদেশ আইন (সংশােধনী) বিল; কম্পট্রোলার ও অডিটর জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) (সংশােধনী) বিল; জাতীয় রক্ষীবাহিনী (সংশােধনী) বিল, এসাে (প্রতিষ্ঠান হুকুম দখল বিল, বাংলাদেশ (উদ্বাস্ত, সম্পত্তি পুনরুদ্ধার) মেয়াদ উত্তীর্ণ) বিল এবং ইসলামিক ফাউন্ডেশন বিল।
সূত্র: দৈনিক বাংলা, ১০ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত