You dont have javascript enabled! Please enable it!

চট্টগ্রামের ৬৬ জন সাংবাদিকের জাতীয় দলে যােগদানের আবেদন

জাতীয় দলের সদস্য পদের জন্য গতকাল (রবিবার) চট্টগ্রামের ৬৬ জন সাংবাদিক গণভবনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের চেয়ারম্যান প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট আবেদনপত্র পেশ করেন। চট্টগ্রামের বিভিন্ন দৈনিক ও বার্তাসংস্থার ‘বহুসংখ্যক সাংবাদিকের একটি দল দৈনিক আজাদীর সম্পাদক এম. খালেক এম. পির নেতৃত্বে গতকাল (রবিবার) অপরাহ্নে গণভবনে বঙ্গবন্ধুর নিকট এই আবেদন পত্র পেশ করেন। বঙ্গবন্ধু আবেদন পত্রটি গ্রহণ করিয়া সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি অন্যদেরও শুভেচ্ছা জানান। এই সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পীকার জনাব আবদুল মালেক উকিল, জাতীয় দলের সেক্রেটারী সর্বজনাব জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি, আবদুর রাজ্জাক এবং জাতীয়। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাহাদের আবেদন পত্রে বলেন যে, “আমরা এতকাল স্বাধীনতার শত্রু, প্রতিক্রিয়াশীল শক্তি, দুর্নীতিবাজ, কালােবাজারী মজুতদার ও সকল প্রকার সমাজ বিরােধীদের বিরুদ্ধে কলম চালাইয়াছি। আপনার মহান নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জিত হইয়াছে। আমরা এখন আপনার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তবায়নে নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিজেদের নিয়ােগ করিতে চাই।

সূত্র: দৈনিক বাংলা, ৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!