আবেদনকারী সাংবাদিকদের তালিকা
সাংবাদিকদের তালিকা নিম্নে দেওয়া হইল: সর্বজনাব নুর সাঈদ চৌধুরী, কয়েস চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, এম. এ কুদুস, মতিয়ুর রহমান, পঙ্কজ দস্তিদার, সাধন কুমার ধর, ওবায়দুল হক, সমীর কুমার ভট্টাচার্য, বিমলেন্দু বড়ুয়া, আতাউল হাকিম, সুলতান আহমেদ আশরফী, অরুণ দাস গুপ্ত, আবদুস সাত্তার চৌধুরী, তপন কান্তিদাস, খলিল আহমদ, আবদুস শুকুর, সুধীর ধর, সেকান্দর হােসেন, রিয়াজুল হক বাচ্চু, শরীফ রেজা, রফিক ভুইঞা, ইমামুল ইসলাম, লতিফী, জয়নুল আবেদীন, তুষার কান্তি সেন, মাযহারুল ইসলাম লতিফী, মােঃ আনােয়ার, আবদুস সালাম, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, এম. এ. এম. মােয়াজ্জেম হােসেন, প্রদীপ খাস্তগীর, নাজমুল আহসান, ওসমান গনি মনসুর, মনােজ কুমার সেন, এম. এম. নিজামুদ্দিন, সৈয়দ মাহফুজুন্নবী, রফিকুর রহমান পাটোয়ারী, এম. এ. কুদুস নাসিরউদ্দিন চৌধুরী, শশাঙ্ক শেখর দাস, স্বপন কুমার মহাজন, শিশির কুমার মিত্র, এস্তেজার উদ্দিন আহমেদ, নিকুঞ্জ বিহারী ভৌমিক, মাহবুবুল আলম চৌধুরী, এ.টি.এম. মোদাব্বের, বিকাশ চক্রবর্তী, বােরহানউদ্দিন জঙ্গী, সৈয়দ, এস আজিজ, হারুন রশীদ, রানা দাসগুপ্ত, মেজবাহউদ্দিন জঙ্গী চৌধুরী, অনীল কুমার মজুমদার, মৃণালী রক্ষিত, নির্মল দাস, সিনিন্দ্র চন্দ্র নাথ, সত্য রঞ্জন চৌধুরী, আবুল কাসেম, মুকুল শর্মা, শহীদউদ্দিন, লিউ রর্ড বিগস, মার্টিন ডায়েস, অনীল মজুমদার সেনলে মার্কার এবং মেজবাহ খান।
সূত্র: দৈনিক বাংলা, ৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত