You dont have javascript enabled! Please enable it!

সংসদ অধিবেশনে ৩৩টি বিল উত্থাপন করা হইবে

১৯৭৫-৭৬ আর্থিক বৎসরের অর্থবিলসহ প্রায় ৩৩টি বিল জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে উপস্থাপন করা হইবে। আগামী ২৩শে জুন জাতীয় সংসদের অধিবেশন শুরু হইতেছে।
আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী মি: মনােরঞ্জন ধর বাসস’র সহিত এক সাক্ষাৎকারে বলেন যে, জাতীয় সংসদের এই অধিবেশন মাসাধিককালৈ চলিতে পারে।
মন্ত্রী বলেন যে অর্থবিল ছাড়া অন্যান্য যে সকল বিল উপস্থাপন করা হইতে উহাদের মধ্যে রহিয়াছে, একশত টাকার নােট অচল ঘােষণা বিল, পাউণ্ড ষ্টালিং-এর সহিত টাকার বিনিময় বরা পুর্ননির্ধারণ বিল বেতন কমিশন সুপারিশ বিল এবং চক্ষু ব্যাঙ্ক বিল।
মি: ধর আরও বলেন যে, আগামী ২২ শে জুন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হইবে এবং উক্ত বৈঠকে সংসদীয় দলের নেতা ও উপনেতা নির্বাচন করা হইবে।

সূত্র: দৈনিক বাংলা, ৮ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!