হৃতভূমি পুনরুদ্ধারের সংগ্রামে বাংলাদেশ আরবদের পাশে থাকবে
ইসলামী দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন জেদ্দা সম্মেলনে বাংলাদেশ ইহুদী সম্প্রসারনবাদীদের কবল থেকে আরব ভাইদের হৃতভূমি পুনরুদ্ধারের ন্যায্য সংগ্রামের প্রতি আবার সমর্থন জানাবে। এনার খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন মধ্যপ্রাচ্যের বর্তমান না যুদ্ধ না শান্তি এই অচলাবস্থা দূর করার উদ্দেশ্যে একটি রাজনৈতিক কৌশল গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রগুলাের প্রতি আহ্বান জানাবেন। সম্মেলনে ড. কামাল হােসেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব করবেন।
আরব ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বাংলাদেশের সাড়ে সাত কোটি জনসাধারণের। একাত্মতা ঘােষণা করা ছাড়াও তিনি প্যালেস্টাইন সমস্যার সুষম সমাধানে তার দেশের অভ্যন্ত নীতির কথাও আবার উল্লেখ করবেন। তিনি সম্মেলনে পরিষ্কারভাবে জানিয়ে দেবেন যে, প্যালেস্টাইনীদের মাতৃভূমিতে ফিরে যাবার এবং তাদের নিজস্ব একটি রাষ্ট্র গঠনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশ সর্বদাই প্যালেস্টাইনীদের পাশে থাকবে।
১২ই জুলাই জেদ্দায় এ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে বিশ্বের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মােকাবিলায় মুসলিম দেশগুলাের মধ্যে দৃঢ় ঐক্য এবং সমন্বয় সাধনের উপায় ও পন্থা উদ্ভাবন সম্পর্কে আলােচনা করা হবে।
মুসলিম বিশ্বের ঐক্যর প্রবক্তা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত বছর লাহােরে। অনুষ্ঠিত ইসলামী শীর্ষ সম্মেলনে বিশ্বের মুসলিম দেশগুলাের মধ্যে দৃঢ় ঐক্য ও সহযােগিতা গড়ে তােলার জন্য জোর সুপারিশ জানান। জেদ্দা সম্মেলনে ড. কামাল হােসেন বঙ্গবন্ধুর ঘােষিত নীতির কথা উল্লেখ করবেন এবং মুসলিম দেশগুলাের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তােলার স্থায়ী ভিত্তি রচনার জন্য আন্তরিকভাবে চেষ্টা করার আহ্বান জানাবেন। সম্মেলনে বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং মুদ্রাস্ফীতি সম্পর্কেও আলােচনা করা হবে। ইসলামী সংহতি তহবিলের সম্ভাব্য সব্যবহার এবং একটি ইসলামী সংবাদ সংস্থা গঠন সম্পর্কে ও আলােচনা করা হবে।
সূত্র: দৈনিক বাংলা, ৫ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত