সার বিতরণ সহজ করা হবে: কৃষিমন্ত্রী
শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান ও কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজ ঘােড়াশাল সার কারখানা পরিদর্শন করেন। গত ১২ই জুন এই কারখানায় উৎপাদন আবার শুরু হয়েছে।
গত বছর সেপ্টেম্বর মাসে এক বিস্ফোরণের ফলে এর এমানিয়া কন্ট্রোল রুম ধ্বংস হয়ে যায়। জরুরি ভিত্তিতে এর পুননির্মাণ কাজ চলে। কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ ঢাকায় ফিরে বাসসকে জানান, এই সার কারখানা গত বছর সেপ্টেম্বর মাসে বন্ধ হবার পর সার বিতরণের উপর আরােপিত বর্তমান বিধিনিষেধ অচিরে সংশােধন করা হবে। তিনি বলেন, কৃষকদের কাছে অনায়াস লভ্য করার জন্যে বর্তমান সার বিতরণ পদ্ধতি সহজ করা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে নীতিমালা ঘােষণা করা হবে। এই কারখানায় পুরােদমনে উৎপাদন শুরু হবার দরুণই সার বিতরণের উপর আরােপিত বিধি নিষেধ সহজ করা সম্ভব হচ্ছে।
শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান বলেন, ঘােড়াশাল সার কারখানায় পুরােদমে উৎপাদন চলছে। প্রতিদিন এখন ৯০০ টন ইউরিয়া উৎপাদিত হচ্ছে। চলতি বছর এই কারখানায় ২ লাখ ৭০ হাজার টন ইউরিয়া সার উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ফেঞ্চুগঞ্জ সার কারখানায় এ বছর ৬০ হাজার টন সার উৎপন্ন হবে বলে মনে করা হচ্ছে। দুটি সার কারখানার এই উৎপাদন দেশের বর্তমান প্রয়ােজন মেটাতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: দৈনিক বাংলা, ৫ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত