You dont have javascript enabled! Please enable it!

পার্টির নামে চাঁদা সংগ্রহ চলবে না: অঙ্গদলগুলাের জন্য পৃথক বাজেট
শীঘ্রই জাতীয় দলের জেলা কমিটি গঠিত হবে

খুব শিগগীরই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের ৬০টি সাংগঠিক জেলা কমিটি গঠিত হবে। এই কমিটি গঠনের আগে চলতি জুলাই মাসে জাতীয় দলের সেক্রেটারী জেনারেল জনাব এম মনসুর আলী তিন সম্পাদক জনাব জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মণি ও জনাব আবদুর রাজ্জাক দেশব্যাপী এক সাংগঠনিক সফরে বের হবেন।
জাতীয় দলের সম্পাদক জনাব জিল্লুর রহমান দৈনিক বাংলার প্রতিনিধিকে একথা জানান। জনাব জিল্লুর রহমান বলেন, পার্টি বা পার্টির অঙ্গ সংগঠনের নামে এরপর থেকে কেউ জনসাধারণের কাজ হতে চাদা বা অর্থ সংগ্রহ করতে পারবেন না। জাতীয় দল ও এর পাঁচ অঙ্গ সংগঠন জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় যুব লীগ, জাতীয় মহিলা লীগ ও জাতীয় ছাত্র লীগের জন্যে পৃথক পৃথক বার্ষিক বাজেট প্রণীত হচ্ছে।

সূত্র: দৈনিক বাংলা, ৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!