You dont have javascript enabled! Please enable it!

দফতর পুনর্গঠন

বাকশাল সম্পাদক জনাব জিল্লুর রহমান দৈনিক বাংলার প্রতিনিধিকে আরাে জানান যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগের কেন্দ্রীয় দফতর পুনর্গঠনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অধুনালুপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে তিন নব্বর সার্কিট হাউজ রােডে একটি দোতলা ভবনে পার্টির চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সেক্রেটারী জেনারেল জনাব এম মনসুর আলী বসবেন। প্রতিদিন বিকেলে সেক্রেটারী জেনারেল তাঁর দফতরে আসবেন। এ সময় জাতীয় দলের তিন সম্পাদক সর্বজনাব জিল্লুর রহমান, শেখ ফজলুল। হক মণি ও আবদুর রাজ্জাক একই ভবনে বসবেন।
১১২ নম্বর সার্কিট হাউজে অবস্থিত সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের মূল কেন্দ্রীয় দফতর ভবনে জাতীয় দলের তিন সম্পাদকও কার্যালয় হবে। এখানেই কার্যনির্বাহী পরিষদের তিনজন সদস্য জনাব মহিউদ্দীন আহমদ, শেখ আবদুল আজিজ ও গাজী গােলাম মােস্তফা বসবেন।
দশ নম্বর সার্কিট হাউজ রােডে অবস্থিত সাবেক গণ ঐক্য জোট ভবনে জাতীয় মহিলা লীগের দফতর বসবে। এছাড়া সংলগ্ন এলাকায় আরাে কয়েকটি ভবনে পার্টির বিভিন্ন সেল-এর পৃথক পৃথক দফতর থাকবে।
এদিকে টয়েনবি সাকুলার রােডে অবস্থিত অধুনালুপ্ত বাংলাদেশ কৃষক লীগ ও আওয়ামী যুবলীগের সাবেক দফতর ভবনে জাতীয় কৃষক লীগের কার্যালয় স্থাপিত হয়েছে। অধুনালুপ্ত বাংলাদেশের কনিষ্ট পার্টি ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের পুরানা পল্টনে অবস্থিত পাশাপাশি সাবেক দফতর ভবন দুটোতে জাতীয় শ্রমিক লীগের কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
তােপখানা রােডে অবস্থিত অধুনালুপ্ত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাবেক দফতর ভবনে স্থাপিত হয় জাতীয় যুবলীগের কার্যালয়। নিউমার্কেটের কাছে মীরপুর রােডে অবস্থিত অধুনালুপ্ত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দফতর ভবনে জাতীয় ছাত্রলীগের কার্যালয়ের স্থান নির্বাচিত হয়েছে। | অধুনালুপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা নগর শাখার সাবেক কার্যালয় ভবনেই অস্থায়ীভাবে জাতীয় দলের ঢাকা নগর শাখার দফতর থাকবে। পরে এটি অন্যত্র স্থানান্তরিত হবে। দশ নম্বর পুরানা পল্টনে অবস্থিত অধুনালুপ্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় দফতর ভবনে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় ছাত্রলীগের ঢাকা নগর শাখার কার্যালয়।

সূত্র: দৈনিক বাংলা, ৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!