জাতীয় স্বার্থেই সংবাদপত্রের পুর্নবিন্যাস হয়েছে: তথ্যমন্ত্রী
তথ্য ও বেতারমন্ত্রী জনাব এম কোরবান আলী বলেছেন গত মাসে সরকার সংবাদপত্রের পুর্নবিন্যাসের যে ঘােষণা করেছেন তা জাতীয় স্বার্থেই করা হয়েছে। তিনি বলেন বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের ঘােষণায় যে নতুন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারিত হয়েছে তা বাস্তবায়নের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখেই সরকার সংবাদপত্রের পুর্নবিন্যাসের কথা ঘােষণা করেছেন।
কার্যরত সাংবাদিকদের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে জনাব কোরবান আলী বলেন অবাঞ্চিতদের ছাড়া বাতিল সংবাদপত্রগুলির কার্যরত সাংবাদিকদের চাকুরি দেয়া হবে। তিনি বলেন সরকার অর্ডিন্যান্স জারির দিন থেকেই তাদের বেতন দেবেন।
জনাব কোরবান আলী ঘােষণা করেন যে নতুন ব্যবস্থায় জনসংযােগ মাধ্যম হিসেবে সংবাদপত্রগুলি সকল স্বাধীনতা ভােগ করবে। কিন্তু জাতীয় স্বার্থের পরিপন্থী কিছু লেখা যাবে না। আজ এখানে স্থানীয় প্রেসক্লাবে রবীন্দ্র নজরুল সংক্রান্ত জয়ন্তী অনুষ্ঠানে ভাষণদানকালে তথ্য ও বেতার দফতরের মন্ত্রী জনাব কোরবান আলী একথা ঘােষণা করেন।
তিনি ঘােষণা করেন, সরকার এখন থেকে ব্যক্তিগত মালিকানাধীন রাজনৈতিক মতাদর্শের আর কোন সংবাদপত্র প্রকাশের অনুমতি দেবেন না। যে অবস্থার জন্যে সরকার সংবাদপত্রের পুনর্বিন্যাস করেছেন তা ব্যাখ্যা প্রসঙ্গে তথ্য ও বেতারমন্ত্রী জনাব কোরবান আলী উল্লেখ করেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে ব্যাঙের ছাতার মতাে সংবাদপত্র গজিয়ে ওঠে এবং সংবাদপত্রের স্বাধীনতার চরম অপব্যবহার হয়।
সূত্র: দৈনিক বাংলা, ৭ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত