ছাত্রদের প্রতি বৃক্ষ রােপণের আহ্বান
জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শনিবার জাতীয় সম্পদ বৃদ্ধিতে সহায়তা করার জন্য বৃক্ষরােপণ পক্ষকালে প্রত্যেক ছাত্রকে কমপক্ষে একটি করে চারাগাছ রােপণ করার আহ্বান জানান। বাসস এ খবর দিয়েছে। বৃক্ষরােপণ পক্ষ উপলক্ষে শেষ শহীদ এক বিবৃতিতে বৃক্ষ রােপণ কর্মসূচিতে ছাত্রদের ব্যাপকভাবে অংশগ্রহণের উপর গুরুত্ব আরােপ করেন।
সূত্র: দৈনিক বাংলা, ৬ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত