You dont have javascript enabled! Please enable it! 1975.07.02 | অচিরেই শ্রম নীতি ঘােষিত হবে: শ্রমমন্ত্রী | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

অচিরেই শ্রম নীতি ঘােষিত হবে: শ্রমমন্ত্রী

শ্রম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী বলেছেন, সরকার অচিরেই শ্রমিক সমাজের বাঞ্ছিত শ্রমনীতি ঘােষণা করেছেন। এই শ্রমনীতিতে শ্রমিকদের চাকুরীর নিরাপত্তা বিধানসহ বিভিন্ন সুযােগ সুবিধার নিশ্চয়তা থাকবে বলে এক তথ্য বিবরণীতে জানা গেছে।
মন্ত্রী গতকাল মঙ্গলবার ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে টঙ্গী শিল্প এলাকায় এক শ্রমিক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন যে বঙ্গবন্ধুর সরকার শ্রমিকদের রেশন প্রদানের কথা সক্রিয়ভাবে বিবেচনা করেছেন। শ্রমমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এদেশের দুঃখী ও মেহনতী জনগণের মুখে হাসি ফুটিয়ে তােলার জন্য এবং অন্যায় ও দুর্নীতির মূল উৎপাটন করে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছেন। ঐক্যবদ্ধভাবে শ্রমিক সমাজকে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এই বিপ্লবের শ্রেষ্ঠ সৈনিকের ভূমিকা পালন করার জন্য তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের নির্বাহী কমিটির অন্যতম সম্পাদক জনাব জিল্লুর রহমান এমপি, গণপূর্ত ও নগর উন্নয়নমন্ত্রী জনাব সােহরাব হােসেন, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ নেতা আবদুর রহমান এমপিও জনাব মােজাম্মেল হক এমপি উপস্থিত ছিলেন। শ্রমমন্ত্রী তেজগাঁও, ঘােড়াশাল, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ও পাহাড়তলীর শ্রমিক সমাবেশেও বক্তৃতা করেন।

সূত্র: দৈনিক বাংলা, ২ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত