You dont have javascript enabled! Please enable it! 1975.07.03 | জাতীয় সংসদে সাধারণ আলােচনা: বাজেটে দেশের সম্পদ ও জনশক্তি সদ্ব্যবহারের পথ নির্দেশ রয়েছে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

জাতীয় সংসদে সাধারণ আলােচনা
বাজেটে দেশের সম্পদ ও জনশক্তি সদ্ব্যবহারের পথ নির্দেশ রয়েছে

বুধবার জাতীয় সংসদে উন্নয়নমুখী বাজেটের সাধারণ আলােচনার দ্বিতীয় দিনে বিভিন্ন সদস্য বাজেটকে অভিনন্দিত করে বলেন, এ বাজেটে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সূচিত দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য দেশকে অগ্রগতি ও উন্নয়নের পথে দৃঢ়ভাবে দাঁড় করানাের চেষ্টা করা হয়েছে।
সদস্যরা বলেন, এ বাজেট উন্নয়নের গতি দ্রুততর করার জন্য সম্পদও জনশক্তি সদ্ব্যবহারের নয়া পথ নির্দেশ করা হয়েছে। বুধবার ১১ জন সদস্য সাধারণ আলােচনায় অংশগ্রহণ করেন: আলােচনা প্রায় চার ঘন্টা স্থায়ী হয়। এ নিয়ে মােট ৯৮ জন সদস্য এতে অংশ নিলেন। তারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলােচনা করেন এবং পদ্ধতিসমূহ আরাে সমন্বিত সুষ্ঠু করার ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করেন।
আলােচনায় অংশগ্রহণকারীরা প্রধানত কৃষি সম্পর্কেই বক্তব্য রাখেন। তারা খাদ্যে স্বনির্ভরতা অর্জনে চাষীদের সহায়তা করার জন্য সেচ সুবিধা বৃদ্ধি এবং সময়মত পর্যাপ্ত সার সরবরাহের কথা বলেন। আলােচনায় অংশগ্রহণ করেন জনাব আলী আশরাফ, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার, জনাব মােহাম্মদ শামসুল হক, জনাব ওসমান সারােয়ার আলম চৌধুরী, জনাব আবুল ইসলাম জনাব হাতেম আলী তালুকদার, বেগম তসলিমা আবেদ, জনাব আফসার আলী আহমদ, ডা: শামসুদ্দিন চৌধুরী, অধ্যাপক মােহাম্মদ আবু সাঈদ ও জনাব মােহাম্মদ আলিম উদ্দিন। আলােচনার প্রারম্ভে জনাব মােহাম্মদ আলী আশরাফ বাজেটকে অভিনন্দিত করে বলেন, এ করেন।
মনু নদী প্রকল্পে কুয়েত ২৩ লাখ দিনার ঋণ দিচ্ছে বাংলাদেশ ও কুয়েতের আরব অর্থনৈতিক উন্নয়ন তহবিলের মধ্যে গত ৩ শে জুন ২৩ লাখ কুয়েতী দিনারের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মনু নদী প্রকল্পে এ ঋণ ব্যবহৃত হবে। এই ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন, রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দীন এবং কুয়েতী আরব উন্নয়ন তহবিলের পক্ষে স্বাক্ষর করেন, কুয়েতের অর্থমন্ত্রী জনাব আবদুর রহমান সালেম আল আতিক।
বন্যানিয়ন্ত্রণ ও সেচের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানােই হচ্ছে এই প্রকল্পের লক্ষ্য। প্রায় ৫ হাজার একর জমি প্রকল্পের অধীনে রয়েছে। এ প্রকল্পের যন্ত্রপাতির জন্যে ব্যয় ধরা হয়েছে ৮৬ লাখ ৩০ হাজার টাকা।

সূত্র: দৈনিক বাংলা, ৩ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত