৪০ জন আইনজীবীর জাতীয় দলে যােগদানের আবেদন
নারায়ণগঞ্জ এডভােকেট বার সমিতির ৪০ জন সদস্য জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের চেয়ারম্যান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে দলের সদস্যপদ চেয়ে আবেদন করেছেন। মঙ্গলবার বিকেলে তাঁরা গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করেন ও আবেদনপত্র পেশ করেন বলে বাসসর খবরে বলা হয়।
আবেদনকারীরা হচ্ছেন: সর্ব জনাব এ কে চৌধুরী, বজলুল হক, রফিকুল হাসান, মােহাম্মদ হােসেন, আবদুর রশিদ, সালেহ বখশ, আবদুর রব, গিয়াসউদ্দিন আহমদ, আখিলউদ্দিন খান, আহমদ আলী, মােশাররফ হােসেন খান, আবদুল বাসেত, নুরুল কবি আহমদ, আলহাজ্ব আলী শামস, আলী মােস্তফা, জাবেদ আলী, আমজাদউদ্দিন আহমদ আলী, আবু সাঈদ, এ এফ এম ময়েজউদ্দিন আহমদ, সিরাজউদ্দিন আহমদ, আবদুস সামাদ, সৈয়দ ফরিদউদ্দিন আহমদ, মনীন্দ্র চন্দ্র পাল, মােহাম্মদ মােস্তফা, মােহাম্মদ আলাউদ্দিন মােল্লা, মােহাম্মদ আলাউদ্দিন খান, সিরাজুল ইসলাম, ঋষিকেশ দত্ত, আবুবকর, গিয়াসউদ্দিন আহমদ, সুধীর চন্দ্র দত্ত, জহুরুল ইসলাম, আমীর আলী, নজরুল ইসলাম, সাইফুদ্দিন, শামসুল ইসলাম, ভূপতিমােহন চক্রবর্তী ও আবদুল হারিস।
এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবাের্ডের ২৩৪ জন কর্মচারী ও বাংলাদেশ ব্যাংকের ৯৮ জন কর্মচারী বাকশালে যােগানের জন্য আবেদন করেছেন।
সূত্র: দৈনিক বাংলা, ২ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত