সস্তায় রেডিও-টিভি দেওয়ার ব্যবস্থা
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেডিও টেলিভিশনের কোন কোন জনপ্রিয় ব্যান্ড হতে সস্তায়। পাওয়া যায় তার নিশ্চয়তা বিধানের জন্য বেশ কয়েকটি আদেশ প্রদান করেছেন। বাসসর খবরে প্রকাশ, একটি কার্যকর জনসংযােগ মাধ্যমে হিসেবে রেডিও ও টেলিভিশনের ব্যবহার জনপ্রিয় করাই এই আদেশের লক্ষ্য।
চলতি অর্থ বছরে ৭৫ হাজার সেট দুই বা তিন ব্যান্ডের রেডিও, পাঁচ হাজার সেট ২০ ইঞ্চি টেলিভিশন ও এক হাজার সেট ২৪ ইঞ্চি টেলিভিশন উৎপাদন বা সংযােজনের জন্যে সরঞ্জাম আমদানীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহকে আদেশ দিয়েছেন।
এক ব্যান্ডের রেডিও যাতে সস্তায় পাওয়া যায় সেজন্যে রাষ্ট্রপতি এক ব্যান্ডের রেডিওর ওপর থেকে লাইসেন্স ফি, আমদানী কর ও বিক্রয়কর প্রত্যাহারের আদেশ দিয়েছেন। এক ব্যান্ডের রেডিও সেটের দাম ২১০ টাকা থেকে ২৪৫ টাকার মধ্যে সীমিত রাখার জন্যে নামমাত্র হারে শুধু শুল্ক ধার্য করা হবে।
২০ ইঞ্চি টেলিভশন সেটের ক্ষেত্রে রাষ্ট্রপতি লাইসেন্স ও অন্যান্য ফি বাতিলের নির্দেশ দিয়েছেন। এর পরিবর্তে এই সেটের দাম সাড়ে তিন হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্যে শুল্ক হিসেবে আড়াই শ টাকা ধার্য করা হবে।
তবে সরবরাহ ও সুষম বন্টন নিশ্চিত করার জন্যে ২০ ইঞ্চি টেলিভিশন সেট বিক্রয়ে বর্তমান পারমিট ব্যবস্থা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু স্কুল, কলেজ, সমবায় সমিতি, কমিউনিটি সেন্টার ও অনুরূপ অন্যান্য সংস্থাকে রেডিও ও টেলিভিশন সেট সরবরাহের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
দেশে তাই ব্যাটারি সেলের অভাব দূর করার উদ্দেশ্যে রাষ্ট্রপতি চলতি বাণিজ্য মওসুম থেকে ড্রাই ব্যাটারি সেল সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সুপারিশ করার জন্যে একটি কমিটি গঠন করেছেন। স্মরণ করা যেতে পারে যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি রামপুরায় টেলিভিশন কেন্দ্র পরিদর্শনকালে সস্তায় টেলিভিশন সেট পাওয়ার ব্যাপারে স্কীম তৈরির জন্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। উল্লেখ্য যে রেডিও ও টেলিভিশনকে আর বিলাস দ্রব্য হিসেবে গণ্য করা হয় না।
সূত্র: দৈনিক বাংলা, ৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত