You dont have javascript enabled! Please enable it! 1975.07.04 | বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্যপদ লাভের জন্যে আজও যারা আবেদন করেছেন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আজও যারা আবেদন করেছেন

জাতীয়দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্যপদ লাভের জন্যে বিভিন্ন সংস্থার আরও প্রায় এক হাজার জন কর্মচারী আবেদন করেছেন।
এদের মধ্যে রয়েছেন, ঢাকা নগর উন্নয়ন সংস্থার ৩৩৮ জন, বাংলাদেশ পাট সংসদ কর্মচারী ইউনিয়নের ২৭২জন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্টাফ ক্লাবের ৫৫জন, বাংলাদেশ ভােগ্যপণ্য সংস্থা কর্মচারী ইউনিয়নের ২৫৬ জন খাদ্য ও সংশ্লিষ্ট শিল্প সংস্থার ১৯২ জন অফিসার ও কর্মচারী এবং ঢাকা বেতারের ২১ জন কর্মচারী ও সদস্য।
বাংলাদেশ পাট রফতানী সংস্থার ২২১ জন অফিসার ও কর্মচারী বাকশালের সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলীর কাছে জাতীয় দল যােগদানের আবেদন পেশ করেন। ঢাকা বনস্পতি তেল কলের ২৩২ জন কর্মচারীও জাতীয় দলে যােগদানের জন্য আবেদন পেশ করেন।
এছাড়া এ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসের ৯১১ জন অফিসার কর্মচারী জাতীয় দলে যােগদানের কর্মচারী জাতীয় দলে যােগদানের জন্যে আবেদন পেশ করেন। কর্মচারীদের পক্ষে এ্যাকাউন্ট্যান্ট জেনারেল জনাব হামেদ শফিউল ইসলাম বাকশালের সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলীর কাছে আবেদন পেশ করেন।

সূত্র: দৈনিক বাংলা, ৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত