জুনে চালনায় ৭৬ হাজার টাকার টন খাদ্যশস্য খালাস
বাংলাদেশের জন্য ৩৩ হাজার টন খাদ্যশস্য নিয়ে ৬টি জাহাজ চালনা বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে ৫টি জাহাজে প্রায় ২০ হাজার টন গম ও বাকী জাহাজটিতে ১৩ হাজার টনের বেশি চাল এসেছে। আরাে জাহাজ আসার পথে রয়েছে।
গত জুন মাসে চালনা বন্দরে প্রায় ৭৬ হাজার টন খাদ্যশস্য খালাস করা হয়েছে। এক মাসে চালনা বন্দরে এ পরিমাণ খাদ্যশস্য খালাস করা একটি রেকর্ড। খাদ্য চলাচলের জন্য বঙ্গবন্ধু নৌ ও সেনাবাহিনী নিয়ােগ করায় এত বিপুল পরিমাণ খাদ্যশস্য খালাস করা সম্ভব হয়েছে। তাঁদের নিয়ােগের পর বিভিন্ন বিভাগও কর্তৃপক্ষের মধ্যে ভাল লিয়াজো প্রতিষ্ঠিত হয়েছে এবং সামগ্রিক চলাচল শক্তিশালী হয়েছে। শীঘ্র হার্ডিঞ্জ ব্রিজ ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং এর ফলে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরবঙ্গে খাদ্য চলাচল সহজ হবে।
সূত্র: দৈনিক বাংলা, ৪ জুলাই ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত