কৃষকরাই দ্বিতীয় বিপ্লবের অগ্রসৈনিক
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব এম. মনসুর আলী বলেন যে, দেশের মােট জনসমষ্টির শতকরা ৮০ ভাগই হইতেছে কৃষক এবং তাঁহারাই হইতেছেন দ্বিতীয় বিপ্লবের অগ্রসৈনিক।
প্রধানমন্ত্রী জোর দিয়া বলেন যে, দ্বিতীয় বিপ্লবের সর্বাত্মক সাফল্যের জন্য কৃষকদের অবশ্যই আত্মনিয়ােগ করিতে হইবে। তিনি বলেন যে, দ্বিতীয় বিপ্লবের মূল লক্ষ্য হইতেছে সাধারণ মানুষের, বিশেষভাবে যাঁহারা মাথার ঘাম পায়ে ফেলিয়ে দেশের সেবা করিতেছেন সেইসব কৃষক ও শ্রমিকদের ভাগ্যোন্নয়ন করা।
সেক্রেটারী জেনারেল গতকাল (শুক্রবার) তাঁহার বাসভবনে জাতীয় কৃষক লীগের খসড়া গঠনতন্ত্র পেশ উপলক্ষে ফ্রন্টের নেতাদের সহিত আলাপ আলােচনা করিতেছিলেন। কৃষক লীগের সম্পাদক মি: ফণী মজুমদার তাহার ফ্রন্টের পক্ষ হইতে জনাব মনসুর আলীর নিকট খসড়া গঠনতন্ত্র পেশ করেন। এই উপলক্ষে বাকশাল কার্যালয় কমিটির সম্পাদক জনাব জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি ও জনাব আবদুল রাজ্জাকও উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত