২৫৯ কোটি টাকার পাটজাত দ্রব্য রফতানীর লক্ষ্য স্থির
সরকার ১৯৭৫-৭৬ অর্থ বৎসরে সাড়ে ৪ লক্ষ টন পাটজাত দ্রব্য রফতানীর লক্ষ্য নির্ধারণ করিয়াছেন। এই লক্ষ্যমাত্রা অর্জিত হইলে ২ শত ৫৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হইবে।
‘এনা জানান, চলতি সালে, ১ শত ৭০ কোটি টাকামূল্যের ভারত ১৩ কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করিবে।
বাংলাদেশ ভারত হইতে ১৩ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি এবং কৃষি ও বৈদ্যুতিক সরঞ্জাম লাভ করিবে। অদূর ভবিষ্যতে এই মর্মে উভয় দেশের মধ্যে তিনটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হইবে। চুক্তিসমুহের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য একটি ভারতীয় দল মাসেক কাল অথবা কিছু পরে বাংলাদেশ সফরে আগমন করিবেন বলিয়া আশা করা যাইতেছে।…
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৮ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত