ছাত্রদের ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হিসাবে গড়িয়া তুলুন
দ্বিতীয় বিপ্লব সফল করার কাজে ছাত্ররা যাহাতে তাহাদের অবদান রাখিতে পারে সেই উদ্দেশ্যে ছাত্রদের ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হিসাবে গড়িয়া তােলার জন্য জাতীয় দলের সেক্রেটারী জনাব জিল্লুর রহমান এম. পি শিক্ষকদের প্রতি আহ্বান জানাইয়াছেন। | বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বাকশাল কেন্দ্রীয় কমিটির সদস্য মনােনীত হওয়ায় তাঁহাকে প্রদত্ত সম্বর্ধনা সভায় জনাব জিল্লুর রহমান বক্তৃতা করিতেছিলেন। সমিতির সদস্যগণ গতকাল (শনিবার)টিচার্স ট্রেনিং কলেজে এবং সম্বর্ধনা সভার আয়ােজন করেন।
জনাব জিল্লুর রহমান বলেন, বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়াছেন। তাই জাতীয় দল প্রত্যেক নাগরিককে জাতীয় পুনর্গঠন ও শােষণহীন সমাজ গঠনে অংশগ্রহণ ও তাহার সাধ্যমত অবদান রাখার সুযােগ দিবে।
পূর্বাহ্নে শিক্ষক সমিতির সভাপতি জনাব কামরুজ্জামান তাহার বক্তৃতায় দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নে শিক্ষকদের কয়েকটি কাজ সম্পাদনের কথা উল্লেখ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৯ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত