গজারিয়ায় তথ্যমন্ত্রী
গ্রামীণ জীবনে চিত্ত বিনােদনের প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব আরােপ
গজারিয়া (মুন্সিগঞ্জ), ২৯শে জুন (বাসস)-তথ্য ও বেতার মন্ত্রী জনাব এম. কোরবান আলী আজ গ্রামের জনগণের মধ্যে বর্ধিতহারে চিত্তবিনােদনের সুযােগ-সুবিধার প্রয়ােজনের উপর গুরুত্বারােপ করিয়া বলেন যে, গ্রামসমূহে আরও খেলা-ধূলার ব্যবস্থা করার মাধ্যমে গ্রামের জনগণকে সজীব করা সম্ভব।
মন্ত্রী আজ অপরাহ্নে গজারিয়া হাইস্কুলের খেলার মাঠে ফুটবল প্রতিযােগিতার বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করিতেছিলেন। গজারিয়া সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়ােজিত খেলার ইমামপুর স্পােটিন ক্লাব ও ইসমাইলেরচর স্পােটিং ক্লাব অংশগ্রহণ করে।
ট্রফি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কোরবান আলী বলেন যে, খেলাধুলা অংশ গ্রহণকারী ও দর্শক উভয়কে নিমল আনন্দ দান করে। খেলাধূলা তরুণ সমাজের সেই মনের উপর মুক্ত প্রস্তাব বিস্তার করে…।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত