ঢাকা শিল্প ও বণিক সমিতির সভাপতি
ঢাকা শিল্প ও বণিক সমিতির সভাপতি জনাব কে. এ. সাত্তার গতকাল (বুধবার) সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে অর্থমন্ত্রী ড. এ. আর. মল্লিক প্রদত্ত বাজেটকে সর্ববৃহৎ উন্নয়নমুখী বাজেট বলিয়া অভিহিত করেন।
বিবৃতিতে তিনি বলেন: বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের পর প্রথম জাতীয় বাজেটকে বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়নমুখী বাজেট হিসাবে চিহ্নিত করা যায়। ইহাতে নয়া কোন কর আরােপ না করিয়া উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হইয়াছে। ইহার ফলে এতদিন যাবৎ আমাদের অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টিকারী ঘাটতি অর্থ সংস্থানের অভিশাপ হইতে এই বিরাট উন্নয়ন বাজেটটি মুক্ত হইতে পারিয়াছে।
তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচী, সৃষ্টি ও শিল্পখাতে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ, নয়া গৃহ নির্মাণের জন্য কর অবকাশ, বাড়ি ভাড়া, আভ্যন্তরীণ নৌ ও মােটরযানের জন্য কর মওকুফ স্বয়ম্ভর অর্থনীতি গড়িয়া তােলার জন্য সহায়ক হইবে। বিশেষ করিয়া কৃষি খাতে বর্ধিত বরাদ্দ বহু প্রত্যাশিত সবুজ বিপ্লবকে সফল করিবে এবং আমদানীকৃত খাদ্যশস্যের উপর নির্ভরশীলতা বহুলাংশে হ্রাস করিবে। তদুপরি সরকারী ও বেসরকারী শিল্পখাতে বরাদ্দের উল্লেখযােগ্য বৃদ্ধি দ্বারা ইহাই প্রতীয়মান হয় যে, সরকারী নীতি ব্যক্তি মালিকানাকে পঙ্গু করার জন্য পরিচালিত নহে বরং সমাজতান্ত্রিক কাঠামাের ছকে বাঁধিয়া ব্যক্তি মালিকানাকে উৎসাহিত করাই ইহার লক্ষ্য। আমরা সরকারের এই পদক্ষেপকে অভিনন্দন জানাই।
জনাব সাত্তার বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং তজ্জনিত দুঃখ কষ্টের প্রেক্ষিতে অর্থমন্ত্রী মহােদয় করযােগ্য আয়ের সর্বনিম্ন সীমা নির্ধারণ করিয়াছেন। অর্থমন্ত্রীর নিকট আমাদের আবেদন, নির্দিষ্ট আয়ের লােকজনের কষ্ট আরও রাঘবের জন্য করযােগ্য আয়ের সর্বনিম্ন সীমা ১২ হাজার টাকা ধার্য করা হউক।
জনাব সাত্তার এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার উল্লেখ করিয়া বলেন, অর্থমন্ত্রী তাহার উক্ত ভাষণে ট্যাক্স কাঠামাে পূনর্বিন্যাসের প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করিয়াছিলেন। আমরা আমাদের টাকার বিনিময় হার পুননির্ধারণের প্রেক্ষিতে কাস্টমস শুল্ক পুনর্বিন্যাসের সম্ভাবাতা বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীর নিকট আবেদন জানাইতেছি। যাহাতে বর্তমান অপেক্ষা সহজ মূলাে আমদানীকৃত পণ্য ক্রেতাসাধারণের নিকট পৌছাইতে পারে।
ঢাকা শিল্প ও বণিক সমিতির সভাপতি বাজেটে জনসংখ্যা নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ ও সমবায়ের উপর বিশেষ গুরুত্ব আরােপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করিয়া বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতির বৈপ্লবিক পরিবর্তন সাধনের জন্য ইহা একটি বিরাট পদক্ষেপ।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত