বাংলাদেশ শিপার্স কাউন্সিল
বাংলাদেশ সিপার্স কাউন্সিলের চেয়ারম্যান জনাব আশরাফ আহমদ বাজেটকে অভিনন্দন জানাইয়া বলেন, বর্তমান সন্ধিক্ষণে এই ধরনের একটি উদ্বুত্ত বাজেট আমাদের মত উন্নয়নশীল। অর্থনীতিকে মুদ্রাস্ফীতির অভিশাপ হইতে মুক্ত করার লক্ষ্যকেই তীক্ষভাবে তুলিয়া ধরিয়াছে।
গতকাল (বুধবার) এক বিবৃতিতে তিনি বলেন, আয়করের অব্যাহতির সীমা বৃদ্ধি করিয়া বাজেটে আয়কর প্রদানকারীদের বিশেষ সুবিধা দেওয়া হইয়াছে। বাড়ি ভাড়ার উপর হইতে কর প্রত্যাহার নয়া গৃহ নির্মাণ এবং বাসস্থান সমস্যা নিরসনের লক্ষ্যে পরিচালিত।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত